কবিতা ।। রণবীর বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। রণবীর বন্দ্যোপাধ্যায়





এসো কালবৈশাখীর মতো !!


এসো আজ সন্ধ্যায় ,
কালবৈশাখী হয়ে আমার বুকে ,
পেওনা ভয় , যদি বিদ্যুৎ চমক হয়ে -
ভরিয়ে দিই তোমায় এই সন্ধ্যায় ,
ঝড়ের মতো উদ্দাম ভালোবাসায় ।।

তুমি ভিজিয়ে দিও বৃষ্টি  হয়ে ,
অঝোর ধারায় রিক্ত হয়ে ,
সিক্ত হবো আজ শুধু দুজনে -
কোনো নির্জনে শুধুই দুজনে ।।
         
==================