Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রম্যছড়া -- অঞ্জন ভট্টাচার্য





কবি বনাম কুচুটে


- এই যে দাদা ব্যস্ত নাকি?
- হ্যাঁ ভাই আমি ব্যস্ত থাকি।
- এত কিসের ব্যস্ততা?
- তোমায় কেন বলব তা!
- আচ্ছা নাহয় না বললেন
  সেজেগুজে যে চললেন
  আছে কোথাও নিমন্ত্রণ?
- জানার খুবই প্রয়োজন?
- পাঞ্জাবি তে লাগছে বেশ!
- গায়ে মাখি না এমন শ্লেষ।
- দেখতে যেন লাগছে কবি!
- কবিতা লেখাই আমার হবি
  লিখছি আমি হাজার হাজার।
- বাহ্ তবেতো দারুণ বাজার!
  ছাপা হয়েছে কোনও কেতাব?
  পেলেন কিছু খেতাব টেতাব?
- ওসব আমি দেদার পাই
  মেডেল স্মারক ঘর বোঝাই।
- শুনেই মাথা হচ্ছে হেঁট,
  কবিতা লিখেই চালান পেট?
  মাল কড়ি তো ভালই জোটে!
- তেমন বিষয় নয় মোটেই।
- তবে খেটে লাভ টা কী?
  ভস্মে কেন ঢালেন ঘী?
- কবিতা মেটায় মনের খিদে,
  লাভ কী তোমার আমায় বিঁধে?
- ওহ্ দাদা রেগেই গেলেন!
  একটু যদি বুঝিয়ে বলেন।
- বুঝতে গেলে বিদ্যে লাগে
  বুদ্ধি টা চাই তারও আগে,
  সেসব তো নেই তোমার ঘটে!
- এই কথা টা সঠিক বটে।
  তবুও বলুন দোহাই দাদা
  কবিতা লেখেন গাদাগাদা
  কারণ টা তার জানতে চাই।
- আচ্ছা শোন বলছি ভাই
  কথায় আছে - যেখানে রবি
  পারে না যেতে, সেখানে কবি
  যায় চলে তার ভাবনাতে!
  হঠাৎই এক মাঝরাতে
  অভিধান ঘেঁটে শব্দ নিয়ে
  কবিতা লিখে বেশ গুছিয়ে
  আগল খুলে ভাবের ঘরে
  ফেসবুকেতে দিলাম ছেড়ে।
- অত রাতে পড়ল কেউ?
- ফেসবুকেতে উঠল ঢেউ
  যেতে না যেতেই কয়েক মোমেন্ট
  ঝড়ের বেগে লাইক ও কমেন্ট!
  সে কথা ভাই বলব কী আর।
- বাহ্ দাদা দারুণ ব্যাপার!
- তখন থেকে যাত্রা শুরু।
- পায়ের ধূলো দিন না গুরু।
- সেদিন থেকে আজ অবধি
  চলছে লেখা নিরবধি,
  লিখতে লিখতে কয়েক মণ,
  এখন আমি বিদ্বজ্জন।
- উফফ তবে তো পড়তে হয়!
  একটা কেতাব দিন নাহয়,
  পড়ে আমি হই শিক্ষিত।
- বই নেই ভাই, দুঃখিত।
- শোনান তবে, নিই টুকে।
- সার্চ করে নাও ফেসবুকে।

================

অঞ্জন ভট্টাচার্য
৪/৩৫, রানি রাসমনি গার্ডেন লেন, কলকাতা - ৭০০০১৫। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
ফোন নং : ৯৮৩০১৩৩৯০৮
ইমেইল : anjan.shobdochasi@gmail.com

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩