কবিতা -- চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- চন্দন সুরভি নন্দ



বরণ

      

বারান্দায় লেগেছে মৃত্যুর নিঃশ্বাস 
অনেকদিন পর ছায়াপথে মিলিয়েছে
ভোরের রোদ্দুর,পাতাঝরা গাছের নীচে 
সুমধুর বাতাসের গুপ্ত আর্তনাদ 
ধরা গলায় গাইছে তার গান
দুয়ারে যমরাজ আসে 
হাতে নিয়ে ভিক্ষার ভার
সঞ্চয় কোই তাকে বরণ কোরবার
এখনো অনেক স্রোতে ভাসবে জীবন
সব ফুল দেখা হয়নি তার 
সব ঘরে গাওয়া হয়নি গান
নদীর প্রবাহে সঞ্চারিত হয়ে 
শোনা হয়নি ঢেউ এর শব্দ,তরণীর ডাক 
কিছু দিন পরে এসো
করবী মল্লিকা যখন সমস্ত সুরভি ছড়িয়ে
ঝরে যাবে শুষ্ক ঘাসের ওপর 
শুকিয়ে যাওয়া নদীতে খেলবে না আর ঢেউ 
বাতাসের গান যখন পৌঁছবে গৃহস্থের ঘরে 
সঞ্চয়ের সিন্দুক যাবে ভরে
তখন ক্লান্ত অবসন্ন সম্বলটুকু রাখব তোমার চরণে। 
----------------------------------
চন্দন সুরভি নন্দ 
মানবাজার 
পুরুলিয়া