ছড়া : : শক্তিপদ পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

ছড়া : : শক্তিপদ পণ্ডিত



 

 

 

 

 

 

 

 

 

 

গ্রীষ্মের দুপুর



ঠোঁটটি বড় মাছরাঙাটা
ঝিমোয় বসে ঝিলপাড়ে
গরুর শিঙে দুষ্টু ফিঙে
দুলে দুলে লেজ নাড়ে
মুহুর্মুহু কুহু কুহু
কোকিল ওঠে গান গেয়ে
ডালিম গাছে লেজটি তুলে
নাচছে দোয়েল শিস দিয়ে
ঘুলঘুলিতে বুলবুলিটা 
ঢুলছে বসে চোখ বুজে
বউ-কথা-কও খাচ্ছে মধু
পলাশ ফুলে মুখ গুঁজে
দূরে কোথায় গাছের মাথায়
ডাকছে হরিৎ হরিয়াল
পাখির নানান ভঙ্গি দেখে
গান ধরেছে কবিয়াল
নীরবতার দরজা খুলে
হরেক পাখি হরেক খেলায়
মন নেচেছে মন-ময়ূরীর
গ্রীষ্মের ভরদুপুর বেলায়।
_________

শক্তিপদ পণ্ডিত
৭৬/১এ/২, ব্রাহ্ম সমাজ রোড, বেহালা,
কলকাতা - ৭০০ ০৩৪
মো: ৯৩৩০৯২১৩১৩
হো: ৬২৮৯০৩৪৯০৮