কবিতা -- মৌসুমী চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- মৌসুমী চৌধুরী



হে রাষ্ট্র,...




এঁদোগলি থেকে মুখ ফেরায় সূর্যদেব।
আমাদের আছে লক-আউট খিদে, 
পচাপুকুর, শীর্ণনদী-ধুধু বালুচর!  
মশা-মাছি ভন ভন করা নর্দামা,
আছে জলের লাইনে ঘটি-বাটি।
ফি-বছর ম্যালেরিয়া, ডেঙ্গুজ্বর আছে
সাথে রক্তাল্পতা, অনাহার মৃত্যুও। 
কোলে ঝাঁপিয়ে পড়ে নোংরা, অপুষ্টির শিশু
গলায় একটা আজন্ম ব্যথার পিন্ড।

স্টিলপ্ল্যান্টের গনগনে ফার্নেস,পাথরের খাদান  কিংবা খনির অন্ধকারে 
আমাদের জীবনভরের জরুরি পরিষেবা। 
বুক জুড়ে ধোঁয়া তোলে ফ্যানা ভাতের গন্ধ! 

হে রাষ্ট্র, তোমার হাতে দেশপ্রেমের ঘন্টা আর  দিয়া! 

আমাদের কোন বিশ্বকর্মা নেই,
নেই লখীন্দরের বাসরঘর...

====================

Mausumi Chaudhuri
8A/2, Kalipada Mukherjee
P.O. Barisha.
Kolkata--- 700008
পেশা-- শিক্ষকতা
শখ--- লেখালিখি ও বই পড়া