কবিতা -- ফিরোজ হক্ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- ফিরোজ হক্



অবদান



১)
সব পাতা ঝরে পড়ে
পাখিরা সব ছুটে যায়
কাঁটাতারের দূরে।

অনড় থেকে ক্রমশ শক্তি সঞ্চয় করে
সেই বুড়ো গাছ।
ধীরে ধীরে ফুরিয়ে যায় শক্তি
জুবুথুবু হয়ে বসে ডালপালা।

২)
অভিজ্ঞতার বশে চিনে যায়
এক আকাশ মাটি সূর্য তারা।
রামধনুর সাথে খেলা তার
পথিকেরা আশ্রয় নিয়ে বসে থাকে
তার নীচে।

৩)
ক্রমশ ফুরিয়ে আসে শক্তি
নোনা ধরা শরীরেও
দিয়ে যায় ছায়া।

৪)
এখন আর গাছটি ছায়া দিতে পারে না
দিতে চায়।
চিনে নিতে যায় 
আকাশ মাটি সূর্য তারা।

৫)
বুড়ো গাছটির ডালপালা
শুকিয়ে গেছে।
ঝড়ে পড়ে শুকনো পাতা।

৬)
একসময় দৈত্য এসে জ্বালিয়ে দেয়
গাছের পাতা থেকে ডাল।

৭)
তবুও অনড় থেকে গাছটি
রেখে যায় অবদান।
রেখে যায় স্মৃতি।

৮)
বুড়ো গাছটির মতোই অবস্থা
ওই বাড়ির বৃদ্ধ বাবার।