কবিতা - কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা - কান্তিলাল দাস


মদনচোরার বিপদমুক্তি



লকডাউনে মদনা চোরের বিপদ হল ভারি
সবাই এখন ঘরে থাকে ছাড়ে না কেউ বাড়ি।
দুপুর বেলায় ঘুমায় লোকে রাত্রে জাগে ঢের
হাতের টাকা ফুরিয়ে এল কী হবে পায় টের।
এমন যদি চলতে থাকে তার বাঁচা তো দায়
কিছু একটা করতে হবে ভাবতে বসে যায়।
হঠাৎ মাথায় বুদ্ধি খেলে মাস্ক বানিয়ে পথে
বসলে পরে এই কটা দিন চলবে কোনোমতে।

যেই ভাবা সেই কাজ
মদনা-ঘরে এখন রোজই সেলাইয়ের আওয়াজ।
চুরির গাউন, নাইটি, লুঙ্গি কাঁচামাল তো তার
মাস্ক বানাচ্ছে মদন চোরে অতি চমৎকার।
হাত সেলাইয়ের মেশিনখানা কবেই করা চুরি
আজকে কাজে লাগল সেটা, বেশ তো বাহাদুরি!
টিফিন খেয়ে বেরিয়ে যায় চায়ে ভরা ফ্লাস্ক
মদন চোরে বেচছে পথে রাতের করা মাস্ক।
টুনটুনে নয় ফুলসাইজের মুখঢাকা সব পেয়ে
বাজারকরা মানুষজনে আসছে সেথায় ধেয়ে।
মদন চোরার চিন্তা গেল কম কথা তো নয়
মনে মনে বলছে খালি জয় করোনার জয়।

       -----000-----



কান্তিলাল দাস
কিসমত্ অপূর্বপুর
(বেলতলা লেন)
ডাক- সিঙ্গুর
জেলা- হুগলি
সূচক - ৭১২ ৪০৯
মো: ৮৭৭৭৬ ৩৯৭৭০