বিজয়ন্ত সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

বিজয়ন্ত সরকারের কবিতা



সময় প্রপাত 

 

শোনা-বোঝার আবেদন কমে আসছে
যা কিছু চাইছি বা চাইছি না
জীবনে প্রক্ষেপ তেমনই।
হাড়-কঙ্কাল বেরিয়ে আসা প্রচ্ছদে
ফেসপ্যাক্ সাঁটিয়ে সাঁটিয়ে
সেলফি-স্টিকে রাখছি বোধ।
ফাঁকা সময়গুলো গলছে
জিবি-জিবি ডাটা স্ট্রিমিং'এ,
টিক্-টক্ টুক-টাক্ ডিজিটাইজেশন।
'এই বান্দা আলাদা রকম... '
কত কায়দায় নির্মান হচ্ছে সেই অনুভূতি।
ব্যাকফুটে নয়, হতে হবে এক নম্বর।
উভচর আচরণ না মেনেই মানুষ!
সে তো মুচকি মশকরা...
চুপচাপ চেপে রাখি ডিগ্রীর বোঝা আর সংরক্ষণ।
যোগ্যতা যেন ছাপা নোট, দু'দিক দু'রকম
এ সময়ে চপ-মুড়ি-চুরি সম্বল।
দেবতারা 'বাবা' রূপে বিধান ঠুকছেন
কালরাত্রি আগামীদিন।

-------------------------

বিজয়ন্ত সরকার
মিলন পাড়া (পূর্ব),
রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134
চলভাষ: 7908067850