কবিতা ।। বহ্নি মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। বহ্নি মুখোপাধ্যায়

 

দেশ আমার 










রোদে পোড়া রাজপথে ক্লান্ত দেহ, মুখ
অনন্ত যাত্রায় চলে জীবন-উন্মুখ
ক্ষুধা তৃষ্ণা রুক্ষ পায়ে দলে
মৃত্যু মাথায় করে চলে।

রাস্তায় হারালো কত রণবীর, জামালো
না খাওয়া রুটির রং রক্ত জমে কালো
মুচকিয়ে চাঁদ তবু হাসে
ডিজিটাল ভাগ্যের আকাশে।

পথ হাঁটে অন্নপূর্ণা, নিরন্ন নারায়ণ হাঁটে
হুকুমের, নিষেধের কাঁটাতার পায়ে পায়ে কাটে
অবজ্ঞার পুষ্পবৃষ্টি ভুলে
দেবতা আপন পথে চলে।

এই দেশ, এ আমার, একান্ত আমার
সরল, অবোধ তবু সুপ্ত দামামার
ভেরি শোনে অসীমের গানে
একরোখা দৃপ্ত অভিযানে।

যদিও এদেশে মরে সাম্য, নীতি, --আত্মা রোজ মরে
তস্করের লোভী হাত লুন্ঠন চালায় ঘরে ঘরে
কখনও তো ভাবী ধ্রুবতারা
জানাবেই, হেঁটে ছিল কারা...।