Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গল্প : চন্দ্রাণী দত্ত



বাবা ভ্যাম্পায়ার 


আজ বাচ্চার স্কুলের এডমিশন টেস্ট। তাই সকাল থেকেই পৃথা একটু টেনশনে আছে। ছেলে তুতানকে পই পই করে এতদিন যা শিখিয়েছে তা পাখি পড়ানোর মতো করে বলছে। আর তুতান খালি মা আমি সব পারব বলে লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াচ্ছে। সকাল দশটা বাজতেই পৃথা ছেলেকে রেডি করে প্রীতমকে বললো, চলো এবার তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে। প্রীতমের স্কুটারে চেপে ওরা স্কুলে পৌঁছে দেখল, অন্যান্য গার্জেনরাও নিজেদের বাচ্চা নিয়ে এসে গেছে। স্কুলের ম্যাডাম এক এক করে সব বাচ্চাদের নাম ডেকে ভেতরে পরীক্ষা নিচ্ছে। তারপর গার্জেনদের ডাক পড়ছে। এইভাবে চলতে চলতে এক সময় পৃথার ছেলের ডাক পড়লো। ম্যাডাম ওর পিঠে হাত দিয়ে ভেতরে ডেকে নিয়ে গেল। তুতান ও মা বাবাকে হাত নেড়ে টাটা করে ভেতরে গেল। কিছুক্ষণ বাদে ম্যাডাম বেড়িয়ে এসে ওদের বললো, প্রিন্সিপাল  ম্যাডাম আপনাদের ভেতরে ডাকছেন ।ওরা প্রিন্সিপালের  রুমে ঢুকতেই  ম্যাডাম  পৃথার দিকে তাকিয়ে খুব আশ্চর্য হয়ে বললো আপনার ছেলে তো সবই ঠিকঠাক বললো কিন্তু বাবা কি করে জিজ্ঞেস করতেই ও বললো আমার বাবা ভ্যাম্পায়ারের কাজ করে। দেখুন এই ব্যাপারটা যদি আপনারা একটু পরিষ্কার করে বলেন তাহলে আমাদের কৌতুহলের অবসান হয় আর আপনাদের বাচ্চারও এডমিশনটা ঠিকঠাক হয়ে যায়। এই কথা শুনে ওরা দুজনেই একসঙ্গে হাসতে লাগল। তারপর পৃথা হাসি থামিয়ে ম্যাডামকে আস্বস্ত করল, দেখুন উনি না একটা প্যাথলজিক্যাল ক্লিনিকের অ্যাসিস্টান্টের কাজ করেন। প্রতিদিন ওনাকে তো সিরিঞ্জ দিয়ে অনেকের রক্ত নিতে হয়। তাই আমি ওনাকে মজা করে ভ্যাম্পায়ার বলে  বাড়িতে ডাকি। ও যে তার জন্য বাবাকে ভ্যাম্পায়ারের কাজ করে ভেবেছে এটা আমরা আগে বুঝিনি। বলে ওরা আবার হাসতে লাগল। এবার ম্যাডামরাও ওদের হাসিতে যোগ দিল।

==================





Chandrani Dutta .
C/o Rajat Dutta 
Kajora Hospital complex D/Type quarter. 
Po-kajora Gram
Dist -paschim burdhaman.
Pin-713338

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল