দুটি কবিতা : সোমনাথ গুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

দুটি কবিতা : সোমনাথ গুহ


 ------ ছায়া-----

বাতিল ছবিগুলি এলোমেলো পড়ে থাকে
বারান্দার কোনার ঘরে কেউ আসে না
জীবনের দূরের পথ গুলোতে এভাবেই একদিন আলো আসে
রাত দুপুরে ঘুলঘুলি জেগে থাকে
একটি কুনো ব্যঙ অনেকগুলো স্বপ্ন নিয়ে থাকে পাহারায়


------চোখ-------

শব্দহীন প্রতিটি গাছ কিছু বলতে চায়
দাঁড়িয়ে থাকা পাখি বসে পড়ে তাদের গায়ে
হাওয়ার সুরে সুরে দুলে ওঠে বর্ণমালা
পাখিরা গান গায়
একে একে প্রিয়জনের কথা মনে আসে
আকাশে আর মাটিতে সুই সুতো বোনা চলে
মিলনের দৃশ্য একটি মনুষ্যজন্ম পায়।
=====০০০=====


 










নাম : সোমনাথ গুহ।  
গ্রাম : ডাঙ্গাপাড়া, পো: পান্ডাপাড়া কালীবাড়ি। 
জেলা : জলপাইগুড়ি,  পিন : ৭৩৫১৩২
দূরভাষ : ৯৮৩২০৫৭৩৬৬