কবিতা ।। নৃপেন্দ্রনাথ মহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। নৃপেন্দ্রনাথ মহন্ত

তফাত যাও

***************

বন্ধু বা আত্মীয় স্বজন 
যতই তুমি নিকট হও
কাছে ঘেঁষার দিন তো নেই 
তফাত যাও,তফাত যাও।

আর জমায়েত, বৈঠক
সভা-সমিতি মিছিল নয়
সবখানে করছে ধাওয়া
সংক্রমণে মৃত্যুভয়।
তুমিও যদি বাঁচতে চাও
তফাত যাও,তফাত যাও।

বাইরে ভয়,বাঘের নয়,
সবার সেরা জানলুটেরা
কোভিড ঊনিশ নাকি নাম
সে অশরীরী যমদূতেরা।

দেশের ডাকে দিন কয়েক
ঘরেই থাকো,বাইরে নয়।
বাঘা বাঘা দেশগুলো সব
লাশের 'পরে লাশ জমায়।

উন্নত দেশ আমেরিকা
ইউরোপ ও অস্ট্রেলিয়া
তাদের সবার চোখে জল
মৃত্যুভয়ে কাঁপছে হিয়া।
ভারত যদি বাঁচতে চাও
গা ঘেঁষে নয়,তফাত যাও।

মারীর কোপে বিপন্ন দেশ
এখন আর বিভেদ নয়
রংয়ের ভেদ ভুলে যাও
ধর্মকেও পাত্তা নয়।

গা ঘেঁষাঘেঁষি মোটেই  নয়
তফাত যাও,তফাত যাও।
**************************





Nripendranath Mahanta
Vill. &Post-HEMTABAD
Dist. Uttar Dinajpur PIN-733130
Mobile No. 8918861003