কবিতা ।। পলাশ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 17, 2020

কবিতা ।। পলাশ হালদার


       অন্বেষা



মানুষের ভিড় চারিদিকে, সারাদিন যেন যন্ত্রের মতো চলে
প্রেমশূন্য, প্রীতিশূন্য হৃদয়ের মালিক চলে সময়ের তালে।
সেই ভিড়ে পথ ভুলে হই বারে বারে ভ্রান্ত---
মন ভরেনি; ভুলেছে শুধু আর হয়েছে ক্লান্ত।
চারিদিকে জনকল্লোল, সবাই খোঁজে আপনজন;
যে পারে দু'দণ্ড সুখ দিতে সেই আমার মন।


ঝাপসা চোখে মাথা ঘোরে; যেন আছি কোন ঘোরে।
পথক্লান্ত পথিক, হারিয়েছি দিশা আমি অন্বেষার তরে।
ওগো দয়াময় দেখা যদি হয়, কী সুধাবো তারে!
যদি হেসে কয়, 'পুড়িয়ে দাও সকল দলিল-দস্তানা---
নিজের ভালো বোঝোনা ? তোমার সকলি পাগলপনা।'


খোঁজা আর খোঁজা, প্রতিদিন খোয়া যায় আমাদের সোনা
নকলের হারায় আমাদের স্বপ, আমাদের চেতনা।
হাজার বছর পরেও সেই চেনা পৃথিবীতে একই উন্মাদনা
সবই চেনা, তবু চেনা বসন্তে খোঁজা এ মনের তৃষ্ণা
হাজার বছর ত্রিভুবন খুঁজে মাংস গেছে ক্ষয়ে;
অস্থিগুলো আগামীর অবয়বে থেকে যাক আগামীর কায়ে---

==================



পলাশ হালদার। গ্রাম+পোস্ট-গোকর্নী, থানা-মগরাহাট, দঃ ২৪ পরগণা। মো: 9088133872


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


No comments:

Post a Comment