পোস্টগুলি

ফেব্রুয়ারী ২১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৪৮তম সংখ্যা ।। ফাল্গুন ১৪২৮ ফেব্রুয়ারি ২০২২

ছবি
  সম্পাদকীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবপ্রভাত সাহিত্যপত্রের পক্ষ থেকে মহান ভাষাশহীদদের উদ্দেশে জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা ও প্রণতি। অদম্য জেদ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে সুমহান অর্জন, আমরা তারই ধারা-অধিকারী। ঐতিহ্যের উত্তরাধিকারী হিসাবে আমাদের দায়িত্ব অনেক।  মাতৃভাষার সম্মান রক্ষার্থে সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের।  ভারতবর্ষের ভাষাবিন্যাসের বর্তমান কাঠামোয় বাংলা ভাষাভাষীর মানুষ হিসেবে আমাদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ উপস্থিত। হিন্দি-হিন্দুস্তানের স্লোগানকে সুপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। অসম বিহারসহ বহু প্রদেশে বাংলা ভাষার উপর আক্রমণ চলছে। আছে সরকারের পক্ষপাতদুষ্ট সমর্থন। এদিকে কলকাতার বহু জায়গায় বাংলাভাষীরাই সংখ্যালঘু!    পাশাপাশি আত্মঘাতী বাঙালীর মাতৃভাষাকে অসম্মান  বড়ই বেদনার! ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেমেয়েকে পড়ানো অপরাধের  নয়। কিন্তু বাংলাভাষার চর্চা থেকে সন্তানকে বঞ্চিত করা কিংবা 'ওর বাংলাটা ঠিক আসে না' বলে আত্মশ্লাঘা অনুভব করার মধ্যে আত্মঘাতের পাপ লুকিয়ে থাকে।    মাতৃসম ভাষাকে সম্মান-শ্রদ্ধা করতে না পারলে ইহজীবনের ষোলআনাই বৃথা।  মাতৃভাষা্র প্রতি সম্মান-শ্রদ

ভাষাদিবসের প্রবন্ধ ।। মায়ের ভাষা এবং ভাষার মৃত্যু! ।। অনিন্দ্য পাল

ছবি
মায়ের ভাষা এবং ভাষার মৃত্যু!   অনিন্দ্য পাল    ভাষা কী?  মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত, স্বতন্ত্র ভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিই হল ভাষা।  ভাষা মানুষের সর্বোত্তম সৃষ্টি। বৈজ্ঞানিক সমস্ত আবিষ্কার- এর কথা মনে রেখেও মানুষকৃত সম্পূর্ণ নিজস্ব বৌদ্ধিক উন্নয়নের অন্যতম স্বাক্ষর হিসেবে ভাষার উল্লেখ বোধহয় অযৌক্তিক নয়।  ২০১৩ সালের একটি হিসেব অনুযায়ী পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় ৭০০০। বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা মাত্র ২৩টি ভাষায় কথা বলে।  কিন্তু ভাষা কি অমর? জন্ম নেওয়া সব ভাষাই কি বেঁচে বর্তে আছে? এর উত্তর হল, না। পৃথিবীর ৪০ শতাংশ ভাষাই এখন প্রায় বিপন্ন। অর্থাৎ বলা যায়, ২৮৯৫ টি ভাষা পৃথিবীর বুক থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে।  ওই ২০১৩ সালের হিসেব অনুযায়ী প্রতি ১৪ দিনে পৃথিবী থেকে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন হারিয়ে গেছে আন্দামানের 'বো'- ভাষা, ক্রোয়েশিয়ার 'ডালমাশিয়ান' ভাষা, তাসমানিয়ার ভাষা 'তাসমানিয়ান', নিউ মেক্সিকো ও টেক্সাসের 'লিপান' ভাষা, প্রাচীন চিনের 'খিতান' ভ

ভাষাদিবসের গদ্য ।। "আ-মরি বাংলা ভাষা…" ।। শ্রীজিৎ জানা

ছবি
"আ-মরি বাংলা ভাষা…" শ্রীজিৎ জানা বাংলা ভাষা উচ্চারণে মুখগহ্বরে সৃষ্টি হয় এক চরম আনন্দঘন উন্মাদনা। তারই প্রতিধ্বনি শ্রবণীর পথ পাড়ি দিয়ে 'মরমে পশিলো গো' আর 'আকুল করিল পরাণ'। বাংলাভাষী রোমাঞ্চিত হোয়ে বলে উঠেন-- "মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা"! মাতৃভাষার প্রতি এমন আবেগময় কথন অমূলক নয়। বিশেষত যে ভাষা তার স্বাধিকার রক্ষায়,নিজের অস্মিতাকে অক্ষুণ্ণ রাখতে জীবন বাজি রাখতে পারে। সমগ্র একটা ভূভাগ তার ভাষাগত  ঐক্যের স্পর্ধা দিয়ে রূখে দিতে পারে শাসকের কুটিল আগ্রাসন। কিম্বা কখনো প্রাদেশিক সরকারের একপেশে ভাষানীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত বদলের দাবীতে বুক পেতে গুলি নিতে পারে। সেই ভাষার দুয়ারে,সেই ভাষা শহীদের বেদীতে আজন্ম নত থাকুক একজন বাংলাভাষীর মস্তক। শুধু বাংলাভাষী নয়,বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে রোমাঞ্চিত হোতে বাধ্য করায় ঢাকার রাজপথের রক্তাক্ত দিন, শিলচরের রক্তভেজা মাটি আর মানভূমের ভাবিনী মাহাতোরা। মাতৃভাষার জন্য এমন আত্মত্যাগের মহিমাকে কুর্নিশ জানাতেই ইউনেস্কো বিশ্বের স্মরণীয় দিবস মানচিত্রে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(২০১০) নামে চিহ্নিত

ভাষাদিবসের কবিতা || শহিদ ।। অবশেষ দাস

ছবি
শহিদ অবশেষ দাস  বর্ণমালা, ভাল আছো? তোমার জন্যে কাঁদি অবাধ্য সব ইচ্ছেগুলো বাংলা ভাষায় বাঁধি।  শহিদ বেদী ধবধবে আজ, পুষ্পে পুষ্পে ভরা বাংলা ভাষার বর্ণমালা, মোহর কয়েক ঘড়া।  সুচেতনার বাতাস ওঠে ভাষা দিবস ঘিরে লাল পলাশের রক্ত নদী বর্ণমালার ভিড়ে।  ইতিহাসের পৃষ্ঠা জুড়ে একুশের বন্দনা সূর্যোদয়ের বাংলা ভাষা, অভাগী বলবো না।  বিপন্নতার মৃত্যু মিছিল তোমার চরণ ছুঁয়ে তোমার জন্যে রক্তজবার রাজপথ গেছে ধুয়ে।  ফেব্রুয়ারির একুশ এলে আনন্দে ঝলমলে বাংলা ভাষা মায়ের জন্যে আকাশ প্রদীপ জ্বলে।  বাংলা ভাষা, বর্ণমালা জীবন মানে তুমি তোমার জন্যে নদীর জন্ম, শ্যামল মরুভূমি।

একুশের কবিতা ।। ভালোবাসার ভাষা ।। আবদুস সালাম

ছবি
ভালোবাসার ভাষা আব্দুস সালাম   অক্ষর আর শব্দের মিছিল  ছিন্ন হয় ভ্রান্ত আহ্লাদের মানচিত্র  হারানো শৈশবের মতো ঝাপসা হয় উঠোন দুনিয়া জুড়ে পালিত হয় মাতৃভাষার অগ্ন্যুৎসব  স্বাধীনতার ঘুড়ি ওড়ে শান্ত বিকেলে  ওড়ে বেলুন   ওড়ায়  শ্বেত কপোত-কপোতী   নির্মিত হয় অবয়বহীন ছায়া       আর নিজে খুঁজে পাই ভ্রান্ত সীমা শশ্রূশার পলিমাটিতে জমে বর্ণময় আহ্লাদ  ঘুন ধরেছে সংস্কৃতির কাঠে  সার্বভৌম আস্তানা হাবুডুবু খাচ্ছে সংজ্ঞাহীন দুর্বিপাকে   আভিজাত্যের শংকরী মনন গড়ে নতুন প্রজাতি  ভুলে যেতে চায় বিষন্ন  আত্মার মোহময় উল্লাস  ভালোবাসার ভাষায় ঝরনা হয়ে নামে দুঃখ  পিপাসার ভাষা জানে না সাঁতার  হয়তো একদিন ডুবে যাবে জ্বলন্ত বিষাদে মাতৃভাষার আল্লাহ ডুবে যাবে বিশ্বায়নের নগ্ন অন্ধকারে   অনিদ্র প্রজন্ম ইতিহাস খুঁড়ে দেখবে ভাষা শহীদের ফসিল...   ###     আবদুস সালাম মুর্শিদাবাদ

কবিতা ।। ভাষাচিত্র ।। সুদীপ কুমার চক্রবর্তী

ছবি
  ভাষাচিত্র  সুদীপ কুমার চক্রবর্তী বর্ষকালীন শোকপ্রস্তাবে এখন ভাষার লাভা উদগীরণ। হারানো গল্পে কবিতায় ইতিহাসের আলোকলিখন। সত্যিই কি এসব আমাদের ভাষার অস্মিতা - প্রাণঢালা ভালোবাসায় ! সন্দেহ হয়। শহীদের শরীরে বিছানো স্বর্ণাক্ষর। শব্দ চয়ন করে একে একে তাকে আমরা অলঙ্কার বানাই। রক্তাক্ত ফাগুনে জেগে ওঠে গুচ্ছপলাশ। একবিংশ শতাব্দীতে ভাষার ধারাভাষ্যে অনুযোগের ইস্তাহার। ভাষাকে স্বাবলম্বী করে তুলতে  আমাদের আড়ষ্ট জিভে চাই উন্মুক্ত উচ্চারণ। আরও নিবিড় অনুশীলন। যেন গন্ধহীন কাগজের ফুলে না গাঁথা হয় বিনি সুতোর মালা ! সুদৃঢ় উচ্চারণে নতুন প্রজন্ম হোক আরও সুরেলা কাফেলা।   --------------------------------------------------------------------------------     সুদীপ কুমার চক্রবর্তী / জয়ন্তী /গাজীপুর / হাওড়া - 711413.

ভাষাদিবসের দুটি কবিতা ।। বিচিত্র কুমার

ছবি
   ভাষাদিবসের দুটি কবিতা ।। বিচিত্র কুমার   একুশের চেতনা একুশ আমাদের জাগ্রত চেতনা এগিয়ে যাওয়ার প্রেরণা, একুশ মায়ের দুঃখ বেদনা একটি জাতির উদ্দীপনা। একুশ আমাদের দমকা হাওয়া বাহান্নর ঘুর্ণিঝড়, একুশ মানে বদলে যাওয়া আকাশ পাতাল তেপান্তর। একুশ আমাদের প্রথম বিদ্রোহ জলে ভাসা নীলপদ্ম, একুশ মানে শপথ নেয়া পদ্য আর গদ্য। একুশ আমাদের রক্তে কেনা মায়ের মুখের ভাষা, একুশ মানে বাঙালির অধিকার একাত্তের স্বাধীনতা। একুশ আমাদের ভাইয়ের স্মৃতি ফেব্রুয়ারির গান, বিশ্ব মানচিত্রে রক্তে লেখা বাংলা অভিধান।     একুশের গান একুশ এলেই মনে পড়ে বর্ণমালার গান, ভাষার প্রতি শহীদ ভাইদের কী নিদারুণ টান। ভাষার দাবিতে রাজ পথে দিলো যারা তাজা প্রাণ, তাদের রক্তে লেখা হলো বাংলা অভিধান। মায়ের মুখের মাতৃভাষা পেলো স্বাধীনতা, একুশ এলেই পুষ্প শয্যায় জানাই কৃতজ্ঞতা। জীবন দিয়ে রেখে গেল যারা মাতৃভাষার মান, সেই শোকেতে গাই আমরা একুশের গান। ============  বিচিত্র কুমার গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া পোস্টঃ আলতাফনগর থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া দেশঃ বাংলাদেশ

ভাষাদিবসের কবিতা ।। অমর একুশ ।। রঞ্জন কুমার মণ্ডল

ছবি
           অমর একুশ রঞ্জন কুমার মণ্ডল   অমর একুশ ভাষাদিবস দুই বাংলার ঘরে  রফিক,সালাম,বরকত'রা আজও বেঁচে অন্তরে। অমর একুশ তোমার জন‍্য অপেক্ষাতে  থাকি ঘুরলে  বছর দেবে  দেখা  হেসেই  দেবে উঁকি। অমর একুশ  থাকবে তুমি  বর্ণমালার জন‍্য বাংলা ভাষায় লিখব পড়ব জীবন  হবে ধন‍্য। অমর একুশ থাকবে বেঁচে  হয়ে  মুখের ভাষা  প্রাণের কথা বলব খুলে  মিটবে মনের তৃষা। অমর একুশ থাকবে তুমি  মায়ের  ভাষা হয়ে  ভাষা দিবস হবে পালন  শপথের  গান গেয়ে।   ==============   রঞ্জন কুমার মণ্ডল  সারাঙ্গাবাদ,মহেশতলা  ২৪পরগণা (দক্ষিণ), পিন-৭০০১৩৭.

ভাষাদিবসের কবিতা ।। ধ্বজা যা কিংশুক-নিন্দিত ।। চন্দন মিত্র

ছবি
  ধ্বজা যা কিংশুক-নিন্দিত চন্দন মিত্র ফাল্গুন এলেই ফোটে ভাষাফুল ধিকিধিকি শাখ ও প্রশাখে পলাশের মতো বিশুদ্ধ-মৌলিক         বিথারিত হই যেন অগ্নিশলাকা   অদম্য-সশাখ তার কাছে ম্লান সব কেঁদোমুখ কাগুজে শার্দূল     ঘোরের ভেতর ঘুরি লিখি গাই ফেটে পড়ি ক্রোধে দুর্বোধ্য কবিতার মতো একটানা বাজি অহেতুক তখন সব্বাই হুজ্জুতির ভয়ে এড়ায় আমাকে একরোখা চণ্ডাল যেন মাতোয়ারা মশানভূমিতে সারহীন বাবুদের ঠাট্টাতামাশা যত হাহাহিহি কৌলীন্য-কাকলি উড়িয়ে ফুৎকারে হুংকার দিই তফাতে দাঁড়াও যত সুবচনী ভণ্ড ও ধড়িবাজ   তত্ত্ব আওড়ে নানাবিধ যারা কেড়ে নিতে চাও সন্তানের মুখ থেকে প্রিয় ভাষা দুখিনি মায়ের     এই আমি নেহাতই নগণ্য এক বাঙালি সন্তান পৃথিবীর তাবৎ ভাষাকে দিয়ে বাঙালি স্যালুট মাতৃভাষার নামে ওড়ালাম ধ্বজা কিংশুক-নিন্দিত   ...      ========== চন্দন মিত্র ভগবানপুর (হরিণডাঙা) ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা সূচক— ৭৪৩৩৩১

পদ্য ।। একুশে ফেব্রুয়ারি ।। গোবিন্দ মোদক

ছবি
  একুশে ফেব্রুয়ারি  গোবিন্দ মোদক  কাঁদবো না বলে ঠিক করেছিলাম – তবু কাঁদার পথ বলে দিলো  একটি একুশে ফেব্রুয়ারি,  পথের প্রান্তে এসে দাঁড়ালো একজন রফিক, একজন জব্বার, একজন বরকত, একজন সালাম আর তার সঙ্গী সাথীরা,  তাদের রক্ত ছিটিয়ে পড়ল রাজপথে  আর আমার মনে জাগলো  একটি মাধবী প্রতিক্রিয়া .... একরাশ বাংলা কান্না  উগরে এলো আমার বুক চিরে, তবে কে বলে যে – কান্নার কোনও ভাষা হয় না!   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^  গোবিন্দ মোদক। রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

ভাষাদিবসের ছড়া ।। মাতৃভাষা ।। সুমন নস্কর

ছবি
  মাতৃভাষা সুমন নস্কর   আমার ভাষা বাংলা ভাষা তোমার ভাষা যাই হোক, যে যার ভাষায় শ্রদ্ধা রাখি এসো তবে তাই হোক। মাতৃ ভাষার হয় না জুড়ি আপন ভাষা তাই যে, মাতৃ ভাষার তুলনাতে অন্য ভাষা নাই যে। বুকের মাঝে মাতৃভাষা মাতৃভাষায় ক্লেশ নেই, শিখতে পারো অন্য ভাষা শেখার মোটে শেষ নেই। মার শেখানো মাতৃভাষা বুকের মাঝে রয় তাই, যে যার প্রিয় মাতৃভাষার এসো তবে জয় গাই। ---------------------   বনসুন্দরিয়া (চণ্ডীতলা) দক্ষিণ চব্বিশ পরগণা

ভাষাদিবসের কবিতা ।। ভুবনজুড়ে ছড়াক ।। আনন্দ বক্সী

ছবি
ভুবনজুড়ে ছড়াক  আনন্দ বক্সী  বাংলাভাষায় ভালোবাসা  ঠিক সে মায়ের মতন  হৃদ্-মাঝারে লালন করি  করে আদর-যতন। বাংলা আমার মুখের ভাষা  বাংলায় লিখিপড়ি  এ ভাষাকে আপন করে   কাব্য-ছড়া গড়ি। বাংলাভাষায় বলে কথা  অন্তরে পাই শান্তি  ভাবপ্রকাশে কোন রকম  হয়না যে ভোগান্তি। বাংলাভাষা শুনতে লাগে  কী যে মিষ্টিমধুর  বাংলাভাষায় বাউল গানে  যাই চলে কোন্ সুদূর। যাঁদের জন্য বাংলাভাষার  কদর আজকে অন্য  ফেব্রুয়ারির একুশ তারিখ  দিনটা তাঁদের জন্য।  শ্রদ্ধা জানাই আমারা তাঁদের  হৃদয়-দুয়ার খুলে  প্রভাতফেরি শেষে ভরাই  শহীদ বেদি ফুলে। বাংলাভাষা নিয়ে থাকুক  বঙ্গবাসীর গৌরব  ভুবনজুড়ে ছড়াক আরও  বাংলাভাষার সৌরভ। ============ আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত  থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,সূচক ৭৪৩৩৭৩।

ভাষাদিবসের ছড়া ।। বাংলা আমার ।। মৃত্যুঞ্জয় হালদার

ছবি
  বাংলা আমার মৃত্যুঞ্জয় হালদার বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার সুখ বাংলা মেটায় সকল আশা গর্বে ভরাই বুক। বাংলা আমার মাটির খামার বাংলা চোখের জল গল্প গানে ছন্দ টানে পাই যে মনে বল। বাংলা আমার সেই মণিহার মহামনিষার মেলা জ্ঞান গরিমায় জীবন বেলায় ভাসাই সুখের ভেলা। বাংলা আমার সকল ভাষার চাইতে সেরা সুখ চলায় বলায় জীবনতলায় বাংলা আমার মুখ। ................................... ✍️   মৃত্যুঞ্জয় হালদার গড়িয়া স্টেশন রোড কলকাতা-৮৪  পশ্চিমবঙ্গ 

ভাষাদিবসের কবিতা ।। বাংলা ভাষায় ।। সুব্রত দাস

ছবি
বাংলা ভাষায় সুব্রত দাস   বাংলা ভাষায় যখন কথা বলি, ফুলে ফুলে গুনগুনিয়ে গান গেয়ে যায় অলি! বাংলা ভাষায়  যখন কথা শুনি, উদ্দীপনায় টগবগিয়ে স্বপ্নের জাল বুনি! বাংলা ভাষায় যখন কিছু পড়ি, ভালোলাগার অনুভূতির বিরাট পাহাড় গড়ি!            ***   সুব্রত দাস, গরিফা, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ------------------------------------------------------------

ভাষাদিবসের কবিতা ।। কী আছে আর বদ্রীনাথ পাল

ছবি
           কী আছে আর বদ্রীনাথ পাল যে ভাষাতে মা বলেছি প্রথম দু'চোখ খুলে ভাই, সে যে আমার বাংলা ভাষা এমন ভাষা আর তো নাই ! যে ভাষাতে গাইছে বাউল একতারাতে বাজিয়ে সুর, সে যে আমার বাংলা ভাষা রত্ন ভরা সমুদ্দুর ! যে ভাষাতে স্বপ্ন দেখি উড়ছে পাখি গাইছে গান, সে যে আমার বাংলা ভাষা কী আছে ভাই এর সমান ! বাংলা আমার মায়ের ভাষা বলতে গরব ভরায় বুক, কোথায় পাবে এমন ভাষা উচ্চারণে এমন সুখ !!   ------------------------    বদ্রীনাথ পাল বাবিরডি, জেলা-পুরুলিয়া, পশ্চিম বঙ্গ, ভারত

ভাষাদিবসের কবিতা ।। বাংলা ভাষা ।। মহাজিস মণ্ডল

ছবি
বাংলা ভাষা মহাজিস মণ্ডল রক্তে শুধু রক্তে রাজপথ ভেসে গেছে লাখো মানুষের তাজা রক্তে রফিক সালাম বরকত  মিছিলে মিছিলে দুর্বার শপথ একটা ভাষার জন্য  যে ভাষা বুকের স্বপ্ন যে ভাষা কন্ঠের গান যে ভাষা বাঁচার অগ্নিমন্ত্র সে ভাষা বাংলা ভাষা আজও জ্বলে নক্ষত্র সম আকাশে‌           ----০----   মহাজিস মণ্ডল সবুজলেন, নবপল্লী(১২ ফুট), ২২ বিঘা রোড, জোকা, কলকাতা-৭০০১০৪                          -০-

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪