কবিতা ।। ফুটপাত ।। শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। ফুটপাত ।। শংকর হালদার

ফুটপাত 

শংকর হালদার 


ললাটের ঘনছায়া কাটেনি এখনও
স্বাধীনতার 'এত বছর' পর হলেও,
শিয়রে ঋতুর জুলুম, জনতার মুখের আঘাত
সয়ে নেয় দেহ ও মন ।

হাজার শব্দকে উপেক্ষা করে ধাবিত হয় আপন পথে ।

কারও মৌখিক স্নেহ বা করুণার দু'পয়সা 
কুড়িয়ে নেয় বাড়ানো হাত ।

উদরে চৈতের প্রখরতা,
বেশে অজস্র নিন্দার সাক্ষী রাখে দিন যাপনের ইতিহাস ।

পায়ে পায়ে এগিয়ে আসা দিনান্তে ভিক্ষার থালা
পূর্ণ হয় ছুটে আসা কটূক্তিতে ।

উন্মুক্ত আকাশ, পরিবেশ আর দয়ালু ফুটপাত
স্বাধীনতার মান রাখে ।

যেখানে অজস্র চিন্তাধারা, উন্নত প্রযুক্তি, সভ্যসমাজ 
আজও দাগ কাটেনি কোন পদক্ষেপে ।

ওরা চেয়েছে খিদের নিবৃত্তি, ইতিহাস হতে নয় ।

ঠিকানা ফুটপাত! কোন জবাব কারও নেই,
এই স্বাধীনচেতা মননে । 

এত মানুষের ভিড়, পাশে দাঁড়ানোর কোন মানুষ কি নেই?

স্বাধীনতা , তুমি কি পথ হারাদের স্বাধীনতা নয়?  

                          ___________
শংকর হালদার
দাড়া, বকুলতলা, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ৭৪৩৩৩৭ 


No comments:

Post a Comment