ভাষাদিবসের দুটি কবিতা ।। রফিকুল নাজিম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের দুটি কবিতা ।। রফিকুল নাজিম

 

বিবিধ সংলাপ ও 'মাগো' ডাক

রফিকুল নাজিম 


- উর্দু পাকিস্তানকি অহি রিয়াসাতি জবান হোগি...
- মানি না, মানবো না। রাষ্ট্রভাষা বাংলা চাই।
- আগার নেহি ত- গুলি মার্। 
তারপর কতগুলো গুলির শব্দ। 
'মাগো' ডাকের তীব্র চিৎকার বর্ণমালা হয়ে
পাখির মত উড়ে যায় আকাশে আকাশে,  
সেই পাখিরা সীমান্তের কাঁটাতার পেরিয়ে যায়
সেই পাখিরা মানচিত্র থেকে মানচিত্র ছাড়িয়ে পড়ে 
সেই চিৎকার পৃথিবীর তাবৎ ভাষাকে ছাড়িয়ে যায়
বিশ্বচরাচরে সগৌরবে আজ উচ্চারিত হয় 
'মাগো'....।


ভাষার ইতিহাস


মায়ের টুটি ধরলো চেপে
জালিম দিলো ডাক,
উর্দুই হবে রাষ্ট্রভাষা
বাংলা নিপাত যাক।

সঙ্গে সঙ্গে মায়ের ছেলে
দিলো হালুম ডাক,
রাষ্ট্রভাষা বাংলা যে চাই
উর্দু নিপাত যাক।

পথের গানে বাংলার টানে
যেই না ওঠে ঝড়,
বুলেট এসে বিঁধলো বুকে
উড়াল সে অক্ষর। 

দূর আকাশে যায় ছড়িয়ে
বর্ণমালার পাখি,
বাংলা ভাষার শৌর্য দেখে
অবাক বিশ্ব আঁখি।
 
============


রফিকুল নাজিম
সহকারী উপজেলা শিক্ষা অফিসার
মাধবপুর, হবিগঞ্জ। 
   

No comments:

Post a Comment