কবিতা ।। শ্রমিকের আত্মকথা ।। রশ্মিতা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। শ্রমিকের আত্মকথা ।। রশ্মিতা দাস

 

শ্রমিকের আত্মকথা

রশ্মিতা দাস


শতছিন্ন মলিন পোশাক
কটুগন্ধে ধৌত,
পাতালগহ্বরের মলিন
খেদ এ কর্দমাক্ত।

রক্তে ঘর্মে সিক্ত কন্ধ
ভাতের ক্ষুধার দাস,
শ্রমের ফসল কয়লা না হীরা!
বৃথা প্রশ্নের চাষ।

ক্ষুধার অনলে দু ফোঁটা জলের
নিবৃত্তি ছুঁড়ে দিয়ে,
হানছ হাঁসুয়া প্রতিপলে
প্রতি শ্বাসেতে,ক্লেশে রাঙিয়ে।

তোমার বিত্ত আমরা রাঙাই
অন্নের বিনিময়ে,
নির্ভীকতায় জীবনকে দলে
তুলে আনি ঝঞ্ঝা সয়ে

যত সম্পদ,আর বৈভব,
বাতানুকূল কামরা।
স্যুটে ব্যুটে টাইএ ঢাকো এ চৌর্য,
সালাম করি আমরা।

সস্তার এই ইজ্জতের ঢাকা
সভ্যতার ইমারত,
নিজ কলুষতা আমাতে রাঙিয়ে
সাজে নগরের সম্পদ।
 
==============

No comments:

Post a Comment