প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৪৮তম সংখ্যা ।। ফাল্গুন ১৪২৮ ফেব্রুয়ারি ২০২২ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৪৮তম সংখ্যা ।। ফাল্গুন ১৪২৮ ফেব্রুয়ারি ২০২২

 

সম্পাদকীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবপ্রভাত সাহিত্যপত্রের পক্ষ থেকে মহান ভাষাশহীদদের উদ্দেশে জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা ও প্রণতি। অদম্য জেদ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে সুমহান অর্জন, আমরা তারই ধারা-অধিকারী। ঐতিহ্যের উত্তরাধিকারী হিসাবে আমাদের দায়িত্ব অনেক।

 মাতৃভাষার সম্মান রক্ষার্থে সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের।  ভারতবর্ষের ভাষাবিন্যাসের বর্তমান কাঠামোয় বাংলা ভাষাভাষীর মানুষ হিসেবে আমাদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ উপস্থিত। হিন্দি-হিন্দুস্তানের স্লোগানকে সুপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। অসম বিহারসহ বহু প্রদেশে বাংলা ভাষার উপর আক্রমণ চলছে। আছে সরকারের পক্ষপাতদুষ্ট সমর্থন। এদিকে কলকাতার বহু জায়গায় বাংলাভাষীরাই সংখ্যালঘু! 
 
পাশাপাশি আত্মঘাতী বাঙালীর মাতৃভাষাকে অসম্মান  বড়ই বেদনার! ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেমেয়েকে পড়ানো অপরাধের  নয়। কিন্তু বাংলাভাষার চর্চা থেকে সন্তানকে বঞ্চিত করা কিংবা 'ওর বাংলাটা ঠিক আসে না' বলে আত্মশ্লাঘা অনুভব করার মধ্যে আত্মঘাতের পাপ লুকিয়ে থাকে। 
 
মাতৃসম ভাষাকে সম্মান-শ্রদ্ধা করতে না পারলে ইহজীবনের ষোলআনাই বৃথা।  মাতৃভাষা্র প্রতি সম্মান-শ্রদ্ধা প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন একুশে  ফেব্রুয়ারি -- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবিশ্বের প্রতিটি নাগরিক তাঁর মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হবেন -- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনে এটাই আমাদের একান্ত প্রার্থনা।

নিরাশাহরণ নস্কর
সম্পাদক
নবপ্রভাত সাহিত্যপত্র
 



No comments:

Post a Comment