একুশের কবিতা ।। মাতৃভাষায় ফোটাবো গোলাপ ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

একুশের কবিতা ।। মাতৃভাষায় ফোটাবো গোলাপ ।। জীবনকুমার সরকার


 

মাতৃভাষায় ফোটাবো গোলাপ 

জীবনকুমার সরকার 


একুশের ডালে প্রদীপ জ্বলে 

                           ঝরে রক্তবৃষ্টি 

অবুঝ লাঙলে আমি চষি মাতৃভাষা 

চাষের পর অপেক্ষা করে যুদ্ধ। 


একুশের পাতায় ভাসে রোদ 

                           ঝরে আগুন 

শহিদদের ঘ্রাণ নিতে নিতে খুঁজি 

বাঙালির গৌরবগাথা।


একুশের মতোই আমাদের পাড়ায় 

প্রাণের কলরব ছড়ায়--------

উনিশের ভোর 


ঢাকায় হাঁটে রফিক 

শিলচরে নাচে কমলা 

উঠোনে জ্যোৎস্না ছড়ায় বর্ণমালা 


মাতৃভাষায় ফোটাবো গোলাপ 

তাই আর একটি জন্ম প্রার্থনা। 

 

----------------------------------------

  

 জীবনকুমার সরকার

৩ নং গভঃ কলোনী

ইংরেজ বাজার

মালদা ,পিন : 732101

কথা : 9434818523






No comments:

Post a Comment