কবিতা ।। মায়ের ছায়া ।। শ্রাবণ কয়াল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। মায়ের ছায়া ।। শ্রাবণ কয়াল

মায়ের ছায়া

শ্রাবণ কয়াল


ছাদের কার্নিশে শৈশব রেখেছিল মা
প্রতিপূর্ণিমায় একটা পেঁচা বসে
ঘুম থেকে ওঠার আগেই শুনতে পেতাম মিষ্টি কন্ঠের শ্যামাসংগীত
বাবা হাসতে হাসতে জড়িয়ে ধরতেন মা'কে
গুটি গুটি পা'য়ে আমিও গলা মেলাতাম রেওয়াজে
দেবদারু গাছে মায়ের আঁচল
দক্ষিণের জ্বানালা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ
মেঠোপুকুর পারে কৃষ্ণচূড়া গাছটি ফুলবাহারি
কারখানার ঘর্ঘর শব্দে অতিষ্ট হচ্ছে ঠাম্মা
সমস্ত শ্রমিক মাকে গান দিদি বলেই ডাকত
এক শ্রমিকের মৃত্যুতে বাবাকে শুনতে হয়েছিল 'বোকাচোদা'
চাকরি হারিয়ে মাকে নিয়ে উঠেছিল এই ছাদে
দোতালার জীর্ণ কার্নিশে লেখা মায়ের প্রথম গর্ভধারন
মায়ের মৃত্যুর পর বাবা-ই প্রথম দেখছে মায়ের ছায়া।



==============

নাম -- শ্রাবন কয়াল
 পাথরবেড়িয়া(লক্ষিকান্তপুর)
পোষ্ট:চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা  
পিন:৭৪৩৩৯৯



 

No comments:

Post a Comment