মুক্তগদ্য ।। রঙ ঝরা বসন্ত বেলা ।। শেফালী সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

মুক্তগদ্য ।। রঙ ঝরা বসন্ত বেলা ।। শেফালী সর


রঙঝরা  বসন্তবেলা

শেফালী সর


           আজ বসন্ত এসেছে  আমাদের  দ্বারে রঙীন সাজে।বসন্ত চিরকালই রঙীন।তার আগমনে রঙ ঝরে সবখানে মনে বনে কোণে।তার আগমন বার্তা  ঘোষণা  করছে দখিনা মলয়।তাই বিশ্ববাসীর  অন্তরে বাহিরে দখিনার দোলা।বনে বনে দখিনার ঢেউ লেগেছে।সে ঢেউয়ের  দোলে  দোল খায় মানবের মন দোল খায় সারা  প্রকৃতি।দখিনার দোলে  নরনারীর বিবশ হৃদয় এলোমেলো প্রলাপ বকেই চলেছে সারাবেলা।এই বসন্তে  রঙ ঝরে অন্তরে সেই  কারণে।প্রকৃতির এই  যৌবন  বেলায় মৌ ঝরে তার বনে বনে আর মৌ ঝরে যুবক যুবতীর মনে  মনে।রঙ লেগেছে বনে বনে জলে স্থলে সবখানে।সে রঙের  দোলায় দখিনাও খেলার  ছলে দোল দেয় শাখায় শাখায় নব পল্লবে দোল দেয় নবীন মনে।কী যে তার  মধুময় মন্ত্র!সে মন্ত্রে মুগ্ধ  জগতের  যত নরনারী,পশুপাখী,জীবকুল কীট পতঙ্গ সকলেই।সোহাগীর অন্তরেও বাজে একই সাথে প্রেম বিরহের সুর।

স্বপ্নে বিভোর বাঙালীর অন্তর মোহাবেশে গান গেয়ে  ওঠে সব লাজ ভুলে।বনে বনে মনে মনে এ এক মধুর  চঞ্চলতা যেন উদাসী মনকে পাগল  করে তোলে।তাই তো পাগল  বসন্ত চিরকালই ধরার কাছে  অমরার আনন্দধন।বসন্তের দোল লাগে রঙীন প্রেম বিরহের মধুময় আবেশে।রঙীন বসন্তের রঙ লাগে ফুলে ফুলে,রঙ লাগে কোকিলের কুহু কুজনে।সেই রঙ বসন্ত ঢেলে  দেয় বাসন্তী পূর্ণিমার চাঁদের গায়ে,রঙ লাগে  ফাগুনের  চাঁপা  বনে।বাসন্তী রঙ মেখে রঙ পিয়াসী ভ্রমর ভ্রমরী ও মক্ষিকারাও গুঞ্জরণে মাতিয়ে তোলে আর  দখিনার দোলায় দোল খেতে খেতে  আত্মহারা হয়ে পড়ে  কুসুম বনে।কার যেন  মনের  বেদন বাজে ফাগুনের  উতল হাওয়ায় হাওয়ায়।সে বেদন আমের  বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়।কোন অচেনার চোখের  আভাস দোলে  ঐ নদীর  কোলে ঢেউয়ের দোলে।

 বিশ্ববাসীর  অন্তরের আকুল আহ্বানে বসন্ত এসেছে মনের খোলা দখিন দুয়ার দিয়ে।বসন্ত এসেছে ঘন পল্লব পুঞ্জে বন মল্লিকা কুঞ্জে।পলাশ আর কৃষ্ণচূড়ার মঞ্জরীতে মৌ পিয়াসী বৌ কথা কও,পাপিয়া দোল দিতে  দিতে  মধু পান করে।বসন্ত তার  ফুলের  মেলায় শুকনো পাতার  খেলায় সাথী করে নেয় আপামর জনগণকে।রঙে রঙে আকাশ  রঙীন হয়ে  উঠেছে  তাই এতো চঞ্চলতা  মনে মনে। অশোক  পলাশ কৃষ্ণচূড়ায়রঙ ধরেছে  তাই তো দখিনা বনময় ছুটে বেড়াচ্ছে -মৌনতা কোথাও  নেই।তার হাসির আঘাতে  দিকদিগন্ত কেঁপে কেঁপে উঠছে যৌবন -চঞ্চলতায়।রঙের উজান  চলে মন-যমুনার কালো জলে।ময়ূর ময়ূরীও আবিরে রাঙা  হয়  এই  বসন্ত বেলায়।বনে বনে মনে মনে পাগল  বসন্ত এসে রঙ ছড়িয়ে  যায়  এভাবেই প্রতি বসন্তে।ফুল ফাগুনের  এই  মরশুমে বিশ্ববাসীর  মনে রঙের  ঝর্ণা ঝরে বনে বনে মনে মনে  চরাচরে।
 
-------------------:---------------------
 
                        শেফালি সর
                        জনাদাঁড়ি
                       গোপনাথপুর
                   পূর্ব মেদিনীপুর 
                       ৭২১৬৩৩

No comments:

Post a Comment