Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তগদ্য ।। রঙ ঝরা বসন্ত বেলা ।। শেফালী সর


রঙঝরা  বসন্তবেলা

শেফালী সর


           আজ বসন্ত এসেছে  আমাদের  দ্বারে রঙীন সাজে।বসন্ত চিরকালই রঙীন।তার আগমনে রঙ ঝরে সবখানে মনে বনে কোণে।তার আগমন বার্তা  ঘোষণা  করছে দখিনা মলয়।তাই বিশ্ববাসীর  অন্তরে বাহিরে দখিনার দোলা।বনে বনে দখিনার ঢেউ লেগেছে।সে ঢেউয়ের  দোলে  দোল খায় মানবের মন দোল খায় সারা  প্রকৃতি।দখিনার দোলে  নরনারীর বিবশ হৃদয় এলোমেলো প্রলাপ বকেই চলেছে সারাবেলা।এই বসন্তে  রঙ ঝরে অন্তরে সেই  কারণে।প্রকৃতির এই  যৌবন  বেলায় মৌ ঝরে তার বনে বনে আর মৌ ঝরে যুবক যুবতীর মনে  মনে।রঙ লেগেছে বনে বনে জলে স্থলে সবখানে।সে রঙের  দোলায় দখিনাও খেলার  ছলে দোল দেয় শাখায় শাখায় নব পল্লবে দোল দেয় নবীন মনে।কী যে তার  মধুময় মন্ত্র!সে মন্ত্রে মুগ্ধ  জগতের  যত নরনারী,পশুপাখী,জীবকুল কীট পতঙ্গ সকলেই।সোহাগীর অন্তরেও বাজে একই সাথে প্রেম বিরহের সুর।

স্বপ্নে বিভোর বাঙালীর অন্তর মোহাবেশে গান গেয়ে  ওঠে সব লাজ ভুলে।বনে বনে মনে মনে এ এক মধুর  চঞ্চলতা যেন উদাসী মনকে পাগল  করে তোলে।তাই তো পাগল  বসন্ত চিরকালই ধরার কাছে  অমরার আনন্দধন।বসন্তের দোল লাগে রঙীন প্রেম বিরহের মধুময় আবেশে।রঙীন বসন্তের রঙ লাগে ফুলে ফুলে,রঙ লাগে কোকিলের কুহু কুজনে।সেই রঙ বসন্ত ঢেলে  দেয় বাসন্তী পূর্ণিমার চাঁদের গায়ে,রঙ লাগে  ফাগুনের  চাঁপা  বনে।বাসন্তী রঙ মেখে রঙ পিয়াসী ভ্রমর ভ্রমরী ও মক্ষিকারাও গুঞ্জরণে মাতিয়ে তোলে আর  দখিনার দোলায় দোল খেতে খেতে  আত্মহারা হয়ে পড়ে  কুসুম বনে।কার যেন  মনের  বেদন বাজে ফাগুনের  উতল হাওয়ায় হাওয়ায়।সে বেদন আমের  বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়।কোন অচেনার চোখের  আভাস দোলে  ঐ নদীর  কোলে ঢেউয়ের দোলে।

 বিশ্ববাসীর  অন্তরের আকুল আহ্বানে বসন্ত এসেছে মনের খোলা দখিন দুয়ার দিয়ে।বসন্ত এসেছে ঘন পল্লব পুঞ্জে বন মল্লিকা কুঞ্জে।পলাশ আর কৃষ্ণচূড়ার মঞ্জরীতে মৌ পিয়াসী বৌ কথা কও,পাপিয়া দোল দিতে  দিতে  মধু পান করে।বসন্ত তার  ফুলের  মেলায় শুকনো পাতার  খেলায় সাথী করে নেয় আপামর জনগণকে।রঙে রঙে আকাশ  রঙীন হয়ে  উঠেছে  তাই এতো চঞ্চলতা  মনে মনে। অশোক  পলাশ কৃষ্ণচূড়ায়রঙ ধরেছে  তাই তো দখিনা বনময় ছুটে বেড়াচ্ছে -মৌনতা কোথাও  নেই।তার হাসির আঘাতে  দিকদিগন্ত কেঁপে কেঁপে উঠছে যৌবন -চঞ্চলতায়।রঙের উজান  চলে মন-যমুনার কালো জলে।ময়ূর ময়ূরীও আবিরে রাঙা  হয়  এই  বসন্ত বেলায়।বনে বনে মনে মনে পাগল  বসন্ত এসে রঙ ছড়িয়ে  যায়  এভাবেই প্রতি বসন্তে।ফুল ফাগুনের  এই  মরশুমে বিশ্ববাসীর  মনে রঙের  ঝর্ণা ঝরে বনে বনে মনে মনে  চরাচরে।
 
-------------------:---------------------
 
                        শেফালি সর
                        জনাদাঁড়ি
                       গোপনাথপুর
                   পূর্ব মেদিনীপুর 
                       ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত