Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

ছোটগল্প ।। গুড় ।। সন্তু চ্যাটার্জি

 গুড় 

 সন্তু চ্যাটার্জি


বাজারের থলেটা নামিয়ে সবেমাত্র খবরের কাগজে চোখ রেখেছে বাতান  ...

অমনি, 

শুনছো !! বলছি, খেজুরগুড়ের ওখানে যাও না গো একবার। খানিকটা গুড়  লাগতো। 

রোজকার সকালের এই এক ফিরিস্তি । একবারে কিছুতেই বলবে না বাজার -দোকান থেকে ঠিক কি কি আনতে হবে। ফলে দৌড়াও চোদ্দবার । জিনিসপত্র আনতে দেওয়ার ব্যাপারে কেন যে এমন চূড়ান্ত গোপনীয়তা, না নিছকই স্মৃতিভ্রম  ?
 বাতানের কাছে তা আজও রহস্যই রয়ে গেলো। 

যাইহোক , কাগজের পাতা উল্টোতে উল্টোতে খানিক বিরক্তির সুরে বাতান জবাব দেয় "না, না, আজকে আর হবে না। কাল সকালে দেখবো "। 

ব্যাস, ক্যাসেট শুরু " তুমি কি ভাবলে আমি খাব বলে আনতে বলছি? কখনোই না। কোনোদিন কি বলেছি? কালকে মা বলছিল  অনেকদিন পাটিসাপটা খায়নি , তাই ভাবলাম...যতই হোক বয়স্ক মানুষ তো, মুখের উপর না বলি কিভাবে? 

নিত্যদিনের পাঁচালী পর্যন্ত ব্যাপারটা ঠিকই ছিল, কিন্তু শেষের কথাগুলো বাতান কে মোটরসাইকেল স্টার্ট দিতে বাধ্য করলো । 

।। দুই ।।

ধুর ,ধুর এইভাবে হয় নাকি ? ওনার গুড়ের যা ডিমান্ড ! প্রায় প্রতিদিন তৈরি হতে না হতেই সব শেষ হয়ে যায়। প্রয়োজন আগের দিন না জানালে দিনের দিন পাওয়া একপ্রকার অসম্ভব। এখন এইসব কে বোঝাবে? তাও দেখে আসি , যদি দৈবাৎ এক-আধটা সোনালি ঢেলার দেখা মেলে। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে বাতান গুড়ের দোকানের সামনে এসে দেখে, দোকানি ও তার  হেলপার খেজুর রস জ্বাল দেওয়ার বাসনপত্র ,মাটির কলসি ইত্যাদি ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। বাইক থেকে নেমে দোকানের সামনে এগিয়ে যেতেই ,,
দোকানি  সংকোচের  সাথে জানায়, "দাদা আজকে যে একদমই হবে না গো । এই অসময়ের বৃষ্টিতে রস অনেক কমে গিয়েছে , তার ওপর অর্ডার ও বেশকিছু বাকি ছিল। আপনি বরং কাল সকাল-সকাল আসুন অবশ্যই ব্যবস্থা করে দেব"। 

সব কথা মন দিয়ে শুনে বাতান বেশ নরম গলায়  বলে " আসলে মা হঠাৎ পাটিসাপটা খেতে চাইলো কিনা, তাই একবার খোঁজ করতে এসেছিলাম আর কি । আচ্ছা দাদা, ঠিক আছে। 
কথা কটা  বলে বাতান বাইকের দিকে মুখ ঘোরাতেই পেছন হতে  দোকানি তাকে দাঁড় করায়। অবাক চোখে বাতান দেখে, দোকানি তার খেজুর পাতা, প্লাস্টিক  ও বাঁশের বেত  দিয়ে তৈরি ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর হতে, হাতে একটা কাগজে মোড়া   প্যাকেট নিয়ে বেরিয়ে আসছেন। 

"দেখুনতো এই কেজি খানেক এ হবে কিনা? আসলে এইটুকু বাঁচিয়ে রেখেছিলাম ছেলেটার জন্য। কাল ওর জন্মদিন কিনা"। 

দোকানির  মুখে কথাগুলো শুনে বাতান এর বুকটা ছ্যাৎ করে ওঠে। প্রায় সাথে সাথে বলে ওঠে ,
"না, না দাদা এটা তো আমি নিতে পারবো না"। আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু দোকানি প্রায় জোর করে তার হাতে প্যাকেটটা গুঁজে দেয়। একগাল হেসে  বলেন, "আপনারা হলেন আমার লক্ষী, আপনাদের ভোগ না  দিলে আমার ও আমার পরিবারের যে ভারি অকল্যাণ হবে"। 

।। তিন।। 

বাতানের কেমন যেন সব ওলট-পালট হয়ে যায়।
তীক্ষ্ণ  এক অপরাধ বোধ তাকে বিদ্ধ করতে থাকে । তবে শান্তি আসে বাড়ির মানুষটার কথায়। 

"গুড়টা নিয়ে তুমি মোটেই ঠিক কাজ করোনি , তবে যখন নিয়েই নিয়েছো  তখন আর কষ্ট পেয়ো না ।আমি আজ রাতেই ওই গুড়ের কিছুটা দিয়ে ছেলেটার জন্য  পায়েস বানিয়ে দিচ্ছি, তুমি কাল সকাল সকাল গিয়ে ভদ্রলোকের হাতে দিয়ে এসো"। 

সাব্বাশ!! এই না হলে বেটার হাফ। জিতে রাহো darling .

।। চার ।। 

সকল সকল স্টিলের টিফিন বাটিতে পায়েস নিয়ে বাতান রওনা দেয় । মনটা তার আজ এক দারুণ আমেজে ভরে আছে। পায়েসটা হাতে পাওয়ার পর দোকানি ভদ্রলোকের ঠিক কি প্রতিক্রিয়া হয় সেটা দেখতে তার যেন আর তর সইছে না। শীতের সকালের কাঁচা মিঠে রোদ মেখে , গুনগুন করতে করতে, বাইকের এক্সেলেটর এ   চাপ দিয়ে বাতান হাওয়ার বেগে এগিয়ে চলে। 

ছন্দপতন ঘটল দোকানের সামনে এসে । 

একি !!! দোকান যে পুড়ে ছাই !! ইতি উতি ছড়িয়ে থাকা ভাঙ্গা কলসি, ভাঙ্গা বাসনপত্র, ভেঙে গুঁড়িয়ে যাওয়া উনুন এক বিধ্বংসী ঝড়ের জানান দিচ্ছে । ভাঙ্গা পোড়া  দোকানের এক পাশে মাথায় হাত দিয়ে বসে থাকা  হেলপার ভদ্রলোকের দিকে বাতান ধীর পায়ে এগিয়ে যায়। 
কি হয়েছে জানতে চাইলে ভদ্রলোক ফুঁপিয়ে ওঠে,বলেন ,
"কাল আপনি চলে যাওয়ার পর বাইক নিয়ে  পাঁচ ছয়টা ছেলে  এসে দাদাকে গুড় দেওয়ার জন্য জেদাজিদি করতে থাকে। দাদা ও আমি তাদের অনেক বুঝিয়ে বললেও তারা কিছুই শুনতে চাইনি। নিমেষের মধ্যে আমাকে ও দাদাকে মারধর করতে শুরু করে। আমি কোন রকমে পালিয়ে যাই  কিন্তু দাদা পালায়নি। দাদার খুব লেগেছে, হসপিটালে ভর্তি । গুড়  না পেয়ে ওরা সব ভেঙে জ্বালিয়ে দিয়ে গেলো গো দাদা বাবু। আমাদের  যে আর কিছুই  রইল না"।  বলেই ভদ্রলোক কান্নায় ভেঙে পড়ে।

ভগ্নস্তূপে দাঁড়িয়ে,  দরিদ্র মানুষগুলোর উপর মধ্যযুগীয় বর্বরতার কথা শুনতে শুনতে  বাতানের গা গুলিয়ে উঠছিল । গভীর  শোকে মুহ্যমান বাতান যেন হঠাৎ করে বাকরুদ্ধ হয়ে পড়ে। কিংকর্তব্যবিমূঢ় বাতানের চোখের সামনের জগত ধীরে ধীরে ঝাপসা হতে অন্ধকার হয়ে আসছে। তবে এরই মাঝে বাতান অবাক বিস্ময়ে অনুভব করে , এখনও তার হাতে ধরা ছোট্ট স্টিলের টিফিন বাটি থেকে গুড়ের গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে।।
 
============
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল