ভাষাদিবসের কবিতা ।। কী আছে আর বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের কবিতা ।। কী আছে আর বদ্রীনাথ পাল

        

 

কী আছে আর

বদ্রীনাথ পাল


যে ভাষাতে মা বলেছি
প্রথম দু'চোখ খুলে ভাই,
সে যে আমার বাংলা ভাষা
এমন ভাষা আর তো নাই !

যে ভাষাতে গাইছে বাউল
একতারাতে বাজিয়ে সুর,
সে যে আমার বাংলা ভাষা
রত্ন ভরা সমুদ্দুর !

যে ভাষাতে স্বপ্ন দেখি
উড়ছে পাখি গাইছে গান,
সে যে আমার বাংলা ভাষা
কী আছে ভাই এর সমান !

বাংলা আমার মায়ের ভাষা
বলতে গরব ভরায় বুক,
কোথায় পাবে এমন ভাষা
উচ্চারণে এমন সুখ !!
 
------------------------
 
 বদ্রীনাথ পাল
বাবিরডি, জেলা-পুরুলিয়া, পশ্চিম বঙ্গ, ভারত

No comments:

Post a Comment