কবিতা ।। স্বপ্ন জেগে রয় ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। স্বপ্ন জেগে রয় ।। দেবযানী পাল

স্বপ্ন জেগে রয়

দেবযানী পাল


অনেক স্বপ্ন আগাছার মত মন ফাগুনের দেশে
বেড়েই চলেছে জঙ্গল যত কি ভীষণ অক্লেশে
মাঝে মাঝে কেটে দিই মনের মত্ত খোরাক ভেবে
দুচোখের হাতে উপড়ে ফেলি জীবন কিভাবে নেবে
এই আগাছা একসময় ছিল কাশের আগমনী ভিড়ে
স্বপ্নরা ছিল আকাশ ভরা, জল তারা ভূমি নীড়ে,
হাজার মুক্তো ছড়াতো তখন ওই হাসির উচ্ছলতায়
ভবিষ্যত নীরব অঙ্গীকারের প্রতিফলিত স্বচ্ছতায়।

হঠাৎ ঝড়ের তান্ডবে ওই স্বপ্নের রূপ মরু সাহারা 
রঙ হলো বেরঙা,জন্ম আগাছার,যা তছরূপে ভরা
একসময় শান্ত হলো শ্মশান ভূমি,হৃদয় মন সমার্থ
বছরের আগমনী বার্তা দিত, তুই জীবন অপদার্থ
ঘোর কেটে ঘোর লাগত যদি আবার সোনালী হয়
দীর্ঘশ্বাসে ঘুরত ঘড়ির কাঁটা,দিন রাতে ভোর নয়।
শিকল বেঁধে স্বপ্নের পায়ে আগাছা পরিষ্কার করি
চুলে ধরেছে পাক,অথৈ পাথারে ভাসে ইচ্ছে তরী,
হঠাৎ আবারও সেই ঝড়,এবার দখিন দরজা দিয়ে
পবন মুক্তি পেয়েছে যেন শেষ ফাগুনের গান গেয়ে।

এসো গো ফাগুন রাঙিয়ে দিতে রক্ত পলাশ ফুলে
উপড়িয়ে যত আগাছার মূল কাশের কুলে দুলে
মন ছুঁয়ে যাওয়া ঘড়ির কাঁটা থেমে থাক কিছুখনে
চোখ ভরে জল উপচে পড়ুক লাল কৃষ্ণচূড়ার ঢঙে
হৃদয় সাজুক আকাশ রঙে রাঙিয়ে দিতে তারে
সাগরের নীল ছড়িয়ে পড়ুক আপন স্বপন ভারে
ভূমি নীড়ে বাসা বাঁধব পদ্ম শোভায় পদ্ম অনুরাগে
সময়ের ঘড়ি লজ্জা পাবে,থেমে যাবে নব কৌতুকে।

No comments:

Post a Comment