একুশের কবিতা ।। প্রাণের প্রিয় বাংলা ভাষা ।। সুব্রত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

একুশের কবিতা ।। প্রাণের প্রিয় বাংলা ভাষা ।। সুব্রত চৌধুরী

প্রাণের প্রিয় বাংলা ভাষা

সুব্রত চৌধুরী


কোন ভাষাতে খুনসুটিতে খোকা খুকু মাতে

কোন ভাষাতে তারা হাসে মিটিমিটি রাতে,

কোন ভাষাতে  একতারাতে বাউলে মাতে সুরে

কোন ভাষাতে মনটি খোকার হারায় অচিনপুরে।


কোন ভাষাতে আকাশ পানে ডানা মেলে পাখি

কোন ভাষাতে মায়ের গানে খোকা মুদে আঁখি,

কোন ভাষাতে হুলো মাতে পুষির সাথে খেলায়

কোন ভাষাতে বাজে ভেঁপু ডিসি হিলের মেলায়।


কোন ভাষাতে খুশে মাতে নাগরদোলায় খোকা

কোন ভাষাতে বাগান জুড়ে গোলাপ থোকা থোকা,

কোন ভাষাতে ভ্রমর ওড়ে মাখে ফুলের রেনু

কোন ভাষাতে রাখাল ছেলে বাজায় খুশির বেনু।


কোন ভাষাতে কোকিল ডাকে কুহু কুহু তানে

কোন ভাষাতে খুকু মাতে মিষ্টি দেশের গানে,

কোন ভাষাতে স্বপ্ন মায়ের মনে জাগায় আশা

সে যে আমার প্রাণের প্রিয় মধুর বাংলা ভাষা।

 --------------------------

 


No comments:

Post a Comment