ভাষাদিবসের কবিতা ।। ধ্বজা যা কিংশুক-নিন্দিত ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের কবিতা ।। ধ্বজা যা কিংশুক-নিন্দিত ।। চন্দন মিত্র

 

ধ্বজা যা কিংশুক-নিন্দিত

চন্দন মিত্র

ফাল্গুন এলেই ফোটে ভাষাফুল ধিকিধিকি
শাখ ও প্রশাখে পলাশের মতো বিশুদ্ধ-মৌলিক   
   

বিথারিত হই যেন অগ্নিশলাকা অদম্য-সশাখ

তার কাছে ম্লান সব কেঁদোমুখ কাগুজে শার্দূল   
ঘোরের ভেতর ঘুরি লিখি গাই ফেটে পড়ি ক্রোধে
দুর্বোধ্য কবিতার মতো একটানা বাজি অহেতুক

তখন সব্বাই হুজ্জুতির ভয়ে এড়ায় আমাকে
একরোখা চণ্ডাল যেন মাতোয়ারা মশানভূমিতে


সারহীন বাবুদের ঠাট্টাতামাশা যত হাহাহিহি

কৌলীন্য-কাকলি উড়িয়ে ফুৎকারে হুংকার দিই

তফাতে দাঁড়াও যত সুবচনী ভণ্ড ও ধড়িবাজ  
তত্ত্ব আওড়ে নানাবিধ যারা কেড়ে নিতে চাও

সন্তানের মুখ থেকে প্রিয় ভাষা দুখিনি মায়ের   

এই আমি নেহাতই নগণ্য এক বাঙালি সন্তান
পৃথিবীর তাবৎ ভাষাকে দিয়ে বাঙালি স্যালুট
মাতৃভাষার নামে ওড়ালাম ধ্বজা কিংশুক-নিন্দিত
 ...  

 

 ==========


চন্দন মিত্র

ভগবানপুর (হরিণডাঙা)

ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা

সূচক— ৭৪৩৩৩১

No comments:

Post a Comment