কবিতা ।। ফেব্রুয়ারী এলে ।। শুভাশিস দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। ফেব্রুয়ারী এলে ।। শুভাশিস দাশ



ফেব্রুয়ারি এলে

শুভাশিস দাশ


ফেব্রুয়ারী এলে
ভাষার গানে কণ্ঠ মিলাই
সব কিছুকে ফেলে ।
ফেব্রুয়ারী এলে
পলাশ বনে বর্ণমালা
খুশীর পাখনা মেলে ।
ফেব্রুয়ারী এলে
শহীদ স্মৃতি জাগ্রত হয়
হৃদপিন্ড ঠেলে ।
ফেব্রুয়ারী এলে
বিশ্বে সবাই দাঁড়িয়ে থাকে
ভাষার প্রদীপ জ্বেলে ।
 
============

শুভাশিস দাশ
দিনহাটা


No comments:

Post a Comment