পদ্য ।। একুশে ফেব্রুয়ারি ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

পদ্য ।। একুশে ফেব্রুয়ারি ।। গোবিন্দ মোদক

 

একুশে ফেব্রুয়ারি 

গোবিন্দ মোদক 


কাঁদবো না বলে ঠিক করেছিলাম –
তবু কাঁদার পথ বলে দিলো 
একটি একুশে ফেব্রুয়ারি, 
পথের প্রান্তে এসে দাঁড়ালো
একজন রফিক, একজন জব্বার,
একজন বরকত, একজন সালাম
আর তার সঙ্গী সাথীরা, 
তাদের রক্ত ছিটিয়ে পড়ল রাজপথে 
আর আমার মনে জাগলো 
একটি মাধবী প্রতিক্রিয়া ....
একরাশ বাংলা কান্না 
উগরে এলো আমার বুক চিরে,
তবে কে বলে যে –
কান্নার কোনও ভাষা হয় না!
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

No comments:

Post a Comment