একুশের কবিতা ।। ভালোবাসার ভাষা ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

একুশের কবিতা ।। ভালোবাসার ভাষা ।। আবদুস সালাম


ভালোবাসার ভাষা

আব্দুস সালাম


 অক্ষর আর শব্দের মিছিল 
ছিন্ন হয় ভ্রান্ত আহ্লাদের মানচিত্র
 হারানো শৈশবের মতো ঝাপসা হয় উঠোন দুনিয়া জুড়ে পালিত হয় মাতৃভাষার অগ্ন্যুৎসব

 স্বাধীনতার ঘুড়ি ওড়ে শান্ত বিকেলে
 ওড়ে বেলুন 
 ওড়ায়  শ্বেত কপোত-কপোতী 
 নির্মিত হয় অবয়বহীন ছায়া     
 আর নিজে খুঁজে পাই ভ্রান্ত সীমা
শশ্রূশার পলিমাটিতে জমে বর্ণময় আহ্লাদ 

ঘুন ধরেছে সংস্কৃতির কাঠে 
সার্বভৌম আস্তানা হাবুডুবু খাচ্ছে সংজ্ঞাহীন দুর্বিপাকে
  আভিজাত্যের শংকরী মনন গড়ে নতুন প্রজাতি
 ভুলে যেতে চায় বিষন্ন  আত্মার মোহময় উল্লাস

 ভালোবাসার ভাষায় ঝরনা হয়ে নামে দুঃখ 
পিপাসার ভাষা জানে না সাঁতার 
হয়তো একদিন ডুবে যাবে জ্বলন্ত বিষাদে মাতৃভাষার আল্লাহ ডুবে যাবে বিশ্বায়নের নগ্ন অন্ধকারে 

 অনিদ্র প্রজন্ম ইতিহাস খুঁড়ে দেখবে ভাষা শহীদের ফসিল...
 
###
 
 
আবদুস সালাম
মুর্শিদাবাদ

No comments:

Post a Comment