ভাষাদিবসের কবিতা ।। বাংলাভাষার স্বীকৃতি ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের কবিতা ।। বাংলাভাষার স্বীকৃতি ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাভাষার স্বীকৃতি

মানস বন্দ‍্যোপাধ‍্যায়

                   
বাংলা ভাষার কন্ঠ রোধ করে যারা
একদিন বলাতে চেয়েছিল উর্দুভাষা,
পারেনি বলাতে খুন রাহাজানি করে
গর্জে ছিল বাঙালির ছাত্র যুব চাষা।
            
পূর্ববঙ্গ ছিল সেদিন পূর্বপাকিস্তান
ঐক্যবদ্ধ বাঙালির চলল আন্দোলন,
রাষ্ট্রভাষা করতে হবে এই বাংলাভাষা
পূর্ববঙ্গে শুরু হল বিশাল আলোড়ন ।

পাকিস্তানি বর্বরতা মাত্রা ছাড়িয়ে গেল 
রক্তধারায় সিক্ত হল পূর্ববঙ্গের মাটি,
প্রাণ দিয়ে বুঝিয়ে দিল ভাষারক্ষীর দল
বাংলাভাষা মাতৃভাষা সোনার চেয়ে খাঁটি ।

বাধ‍্য হল বাংলাভাষার স্বীকৃতিটা দিতে 
সংবিধানে লিখতে হল রাষ্ট্রভাষা রূপে,
অত‍্যাচারী পাকিস্তানের গুমর গেল ছুটে 
বাংলাভাষা রূপ পেল তাই সুগন্ধি ধূপে।
       
        -----------------

No comments:

Post a Comment