কবিতা ।। দেওয়ালে টাঙানো স্মৃতিগুলো ।। গৌতম মির্ধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। দেওয়ালে টাঙানো স্মৃতিগুলো ।। গৌতম মির্ধা


দেওয়ালে টাঙানো স্মৃতিগুলো 

গৌতম মির্ধা  

ভেবেছ কি, খুব বড় হয়ে গেছো?
এ বয়সেই চালাতে চাইছ নিজের মতামত?
দেরি কেন হল বাড়ি ফিরতে, কেন হল এত রাত?

এ কথাগুলো বোলে যারা প্রায়শ:ই আমাকে শাসন করত আমার ফেলে আসা কৈশোরে,
তাতে যে কোন ক্রুরতা ছিল না, বিদ্বেষ ছিল না 
বুঝি সে কথা মরমে আমার আজ বহু যুগ পরে ।

পৃথিবীতে তারা কেউই নেই আজ, তবুও আছে,
এ বাড়ির বসার ঘরের দেওয়ালে টাঙানো
ধূসর ফ্রেমে বাঁধা অতীতের কিছু স্মৃতি,
সংস্কার মেনে বছরে একদিন আছে
তাতে ফুল চড়াবার রীতি ।

আজও যদি ক্লান্তি আসে এ দেহমনে
নামে একঘেয়েমি, বিষণ্ণ ছায়া,
স্মৃতিগুলো যেন আমার দিকে তাকিয়ে থাকে, দেখি 
ওদের ভেজা চোখে লেগে আছে অনেক কালের মায়া।

ওদের সামনে দাঁড়িয়ে অভিমানী হই
বলি, আমি হারি জিতি বা দেরি করে ফিরি
তাতে তোমাদের কি যায় আসে?
তোমাদের অধিকার নেই এসব জানার 
যখন কেউ থাকলে না এ কঠিন সময়
একান্তে আমার পাশে ।

=================



 গৌতম মির্ধা
রবীন্দ্র পল্লী, কেষ্টপুর
কলকাতা - ৭০০১০১



No comments:

Post a Comment