কবিতা ।। অমলতাস ।। জয়শ্রী ব্যানার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। অমলতাস ।। জয়শ্রী ব্যানার্জি


অমলতাস 

জয়শ্রী ব্যানার্জি 

 
 ঠিক যেনো সে  এক কবিতার মত ,
যার শান্ত চোখে স্বপ্নচূড়া জেগে ..
মন্দানিল সুবাস মেখে রোদ চশমায় দ্যাখে 
তার চিবুকে বৃষ্টি গুঁড়ো লেগে ! 

 ডাক পাখি কে  শুধায় ডেকে সে ,
 নাম কি জানিস তার ? 
 ওই পান্না পাতার  মুকুট  পড়ে যে!
  সূর্য -প্রসুন নান্দনিক রোদ্দুরেতে  যার  !

  মৃদুল হাওয়া উতল উথাল  .. বসন্ত- বৈশাখে 
 ঝরাপাতার পরব  এলে নীলচে রঙের পালক খোঁজে ..
  সোহাগ মেশায় আলগোছে সে 
   উড়ো মেঘের চিঠির  ভাঁজে।
    
   তার সোনালি সবুজ শীতল ছায়ার 
    এক অবেলার আমন্ত্রণে..
   আলাপিয়া পল্লী বাতাস 
   অমলতাস নাম উপহার আনে ।

===========================




 















    
     

No comments:

Post a Comment