কবিতা ।। নববর্ষের প্রার্থনা ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। নববর্ষের প্রার্থনা ।। দীনেশ সরকার


নববর্ষের প্রার্থনা

দীনেশ সরকার


নববর্ষ আসুক ফিরে জ্বালুক খুশির আলো
সবার মুখে হাসির ধারা পড়ুক ঝরে ঝরে,
মেরুদন্ড সোজা রেখে সবাই খাকুক ভালো
নববর্ষ বিমল আলো ছড়াক নতুন ভোরে।

খাঁচাবন্দি জীবন থেকে মনের মুক্তি হোক
শত্রু-মিত্র আলিঙ্গনে দিক তারা সব ধরা,
স্বজনহারা বিয়োগব্যথা, সকল দুঃখ-শোক
দূর হয়ে যাক্‌ মন থেকে সব, মন হোক খুশি ভরা।

দ্বিধা-দ্বন্দ্ব আর ভেদাভেদ থাক্‌ পড়ে সব দূরে
ভালোবাসার ভুবনডাঙা উঠুক ভরে ফুলে,
সবাই মিলে জীবনের গান গাই যেন একসুরে
হাসি-খুশির মিলন মেলায় উঠুক হৃদয় দুলে।

নতুন বছর আসুক আবার আশার প্রদীপ নিয়ে
দূর করে দিক কালিমা-কলুষ, মনের গ্লানি যত,
সবার হৃদয় দিক সে ভরে ভালোবাসা দিয়ে
বাঁধার সাগর পেরিয়ে সবাই হাসুক ফুলের মতো।

**************************


দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬



No comments:

Post a Comment