কবিতা ।। নববর্ষের আনন্দ ।। ফটিক ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। নববর্ষের আনন্দ ।। ফটিক ঘোষ



 নববর্ষের আনন্দ

ফটিক ঘোষ


 নববর্ষ এলো আবার
 জুটল যত মজার খাবার
 খুশি সবাই আজ,
 পান্তা ভাতে ইলিশ খাবে
 চড়ক মেলা দেখতে যাবে
 নুতন সবার সাজ।

 হাল-খাতারি উৎসব হবে
 পায়েস মিষ্টি খাবে সবে
 নাচে সবার প্রাণ,
খোকা-খুকির মজা ভারি
 নূতন বছর খুশির হাঁড়ি
 বইবে সুখের বান।

 লাগছে মনে খুশির দোলা
 মেলায় চড়বে নাগরদোলা
 কিনবে যতো চাই,
 হর-গৌরীর দেখবে খেলা
 আনন্দেতে কাটবে বেলা
 বিভেদ ভুলে যাই।

 পঁচিশ বৈশাখ রবির গানে
 ছাত্র-ছাত্রী খুশির বানে
 গাইবে রবির গান,
 বিধির কাছে এই মিনতি
 কোভিড ঝড়ের থামাও গতি
 বাঁচাও সবার প্রাণ।

=========


ফটিক ঘোষ
গনকি (গ্যাস এজেন্সী )
খোয়াই, খোয়াই ত্রিপুরা
ভারত
পিন ৭৯৯২০১


No comments:

Post a Comment