কবিতা ।। সভা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। সভা ।। সুশান্ত সেন


সভা

সুশান্ত সেন


সভা তখন শুরু হয়েছে
ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা 
আচার্য উপাচার্য সব মিলে।
ঠিক দশ মিনিট সভা চলার পর বোমাটা ফাটল
ফাটল ঐতিহ্য
ফাটল গুরুদেব এর যত্নে গড়ে তোলা 
ধ্যান ধারণা।
আর ত জোড়া লাগলো না
আকাশের রং ফিরে এলো না নীলাম্বু 
গড়াতে গড়াতে সভ্যতা ও মানবতা
ফিরে গেলো গরানহাটায়
সেখানে দামড়া বিশু চোখ পাকিয়ে বলল -
খবরদার।
সেই থেকে খবরদার কথাটার অর্থ
খুঁজে খুঁজে হয়রান।


সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০



No comments:

Post a Comment