জীবনখাতায়
বিশ্বজিৎ কর
ভাত ছড়িয়েছ?
মানুষ আসবেই!
ওরা প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট আসছে!
বৃদ্ধাশ্রমে নো ভ্যাকেন্সি,
পার্লারে লম্বা লাইন,
কেরাণীবাবুর ড্রয়ার খোলা,
প্রণামী সংগ্রহের সুব্যবস্থা!
নেতার আগে জনমজুরের সুযোগ....
হ্যাঁ, শ্মশানঘাটে দাহপর্বে! সবাই ডেডবডি!
ঐ শোনো, শশীজেঠুর রেওয়াজ -
"মরণ রে, তুঁহু মম শ্যাম সমান!"
No comments:
Post a Comment