কবিতা ।। এসো হে নববর্ষ ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। এসো হে নববর্ষ ।। সাইফুল ইসলাম


এসো হে নববর্ষ 

সাইফুল ইসলাম 


এসো এসো নববর্ষ 
সঙ্গে এনো ঝড়,
দাও উড়িয়ে মলিন ধুলো
স্নিগ্ধ হোক অন্তর।
মুছে ফেল মনের কালি
হিংসা বিদ্বেষ যত,
নবসাজে রাঙাও মোদের
যৌবনাবতী মত।
জল বাতাসের ছোঁয়া পেয়ে
মনমৃত্তিকার চারা
বটবৃক্ষের রূপ ধরে আজ
নিজেই আত্মহারা।
যাক না খসে বিবর্ণ পত্র
দূঃখ নাহি তাতে,
রাতের ব্যথার হোক উপশম
শীতল প্রভাতে।
চাওয়া পাওয়ার হিসেবখানি
থাক না মনের খাতায়,
আগামীতে সুদ আসলে
করে নেব আদায়।
------------------------------------------------------------


বর্দ্ধনপাড়া, বীরভূম 
ফোন-৯৬৪১৭৭০০১৯

No comments:

Post a Comment