কবিতা ।। প্রতীক মিত্র ।। নতুন বছর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। প্রতীক মিত্র ।। নতুন বছর


প্রতীক মিত্র

নতুন বছর


নতুন বছরের কাছে আবদার আমার বেশিই রাখবো বলে ভেবেছিলাম।
তারপর দেখলাম বেশি কিছুই চাওয়া হল না।
পাওয়াও হল ততধিক কম।
উত্তাপ, বাজার দর, ভোটের ডামাডোলে
আরো যেন গুটিয়ে গেছি।
স্মৃতির সাঁকো ধরে হেঁটে দেখেছি
পেছনে, শৈশবে বাবা-মা'র হাত ধরে 
দোকানে যেতাম।
ব্যস্ততায় মিষ্টি আর ঠান্ডা পানীয়ে
ঘেমো আলোকিত সন্ধ্যেগুলো বেশ কেটে যেত।
এখনও ইচ্ছে হয় 
সন্তানকে নিয়ে যাই।
সে বলে না।
সে তেমন কিছু জানেনা।
কিভাবে যে তাকে শেখাই?
কিই বা শেখাই?
বাঙালিয়ানা থেকে নববর্ষ থেকে আমিই  কত দুরে!
বহুত্ববাদের ভারে ইংরেজীর জোরে 
অতীতের মতন বর্তমানও অন্ধকার।
না আবেগে ভাসি না উত্তর দিতে পারি কোনো সওয়াল।
জানার যেন তাগিদ নেই মোটে।
উত্তরাধিকার, প্রশ্ন লটকে যানজটে
আমার সন্তান কতটা আমার?এটাই বা বাংলার কোন সাল?


প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
























































































































































































































































































































No comments:

Post a Comment