কবিতা ।। টুঙ্গিপাড়ার সেই খোকা ।। গোলাপ মাহমুদ সৌরভ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। টুঙ্গিপাড়ার সেই খোকা ।। গোলাপ মাহমুদ সৌরভ


টুঙ্গিপাড়ার সেই খোকা 

গোলাপ মাহমুদ সৌরভ


টুঙ্গিপাড়ার সেই খোকা 
শেখ মুজিবুর রহমান, 
বঙ্গবন্ধু নামে পরিচিত 
বিশ্বের কাছে বহমান। 

ঐ স্বাধীনতার মঞ্চে তুমি 
করে মুক্তির আহবান, 
লুকিয়ে আছ টুঙ্গিপাড়া 
বুকে নিয়ে অভিমান। 

লালসবুজ বিজয় নিশান 
আকাশে বাতাসে ভাসে,
ফিরে এসে দেখো তুমি 
স্বাধীন পতাকা হাসে। 

বাংলার মানুষ মুক্তি চায় 
বলেছিলে তুমি সেদিন, 
আজ তোমায় মনে পড়ে 
ভুলবো না কোনোদিন।

এই স্বাধীনতা দিয়ে গেলে
শুধু তুমি নেই আজ,
তাই ছাব্বিশে মার্চ বাজে 
হৃদয়ে বেদনার সাজ।

No comments:

Post a Comment