কবিতা ।। অকিঞ্চিৎকর ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। অকিঞ্চিৎকর ।। গোবিন্দ মোদক


অকিঞ্চিৎকর

গোবিন্দ মোদক


এই মুহূর্তে একটা মহাকাশযান 

আমাকে নিয়ে চলেছে গ্রহান্তরে।

মাধ্যাকর্ষণের বাইরে বল্গাহারা আমি,

চারিপাশে লক্ষ তারা চোখ ঠারে 

অযুত ছায়াপথ হাতছানি দেয়;

শিহরিত আমি টের পাই —

ক্রমে ছোট হয়ে আসছে আমাদের চেনা পৃথিবী 

ফুটবল মাঠ … ফুটবল … ক্যাম্বিস বল …

তারপর ক্রমশঃ বিন্দুর মতো দেখাচ্ছে তাকে,

অথচ এই মুহূর্তে আমি

মহাকাশযানে কক্ষান্তরে ভ্রমণরত, 

জানি, পৃথিবীটা একই আছে …

আগের মতোই আছে …

আমার অবর্তমানে কোথাও কিছু ঘাটতি নেই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


স্বরচিত মৌলিক অপ্রকাশিত কবিতা। 

প্রেরক: গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




No comments:

Post a Comment