কবিতা ।। বাংলা নববর্ষের বাসনা ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। বাংলা নববর্ষের বাসনা ।। উৎপলেন্দু দাস


বাংলা নববর্ষের বাসনা

উৎপলেন্দু দাস


আমি বাংলায় কথা বলতে চাই
নির্ভেজাল বাংলা ভাষায় কথা চাই শুনতে
বাংলাতেই লিখতে চাই কবিতা
আমার মাতৃভাষা ভাষাকে চাই বাঁচিয়ে রাখতে ।

দোকানের শীর্ষে দেখিনা নাম বাংলায় 
কথোপকথনে কান পেতে রই
বাংলায় বাংলা ভাষা পায় না সঠিক মর্যাদা
সাহিত্য চর্চা ছাড়া আর কোথাও পায় না থই ।

বাঙালির অনাগত ভবিষ্যত ভেবে হই শঙ্কিত
বাংলা গান আর তেমন যায় না শোনা
বাঙালির রান্না ভুলেছে বাঙালি ঘরে ঘরে
বাঙালির সংখ্যা পুরনো পাড়ায় যায় হাতে গোনা l


=============


ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০




 

No comments:

Post a Comment