Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গল্প ।। স্মৃতিময় হালখাতা ।। গোবিন্দ মোদক


স্মৃতিময় হালখাতা

গোবিন্দ মোদক


– মেসোমশাই, পহেলা বৈশাখের দিন আমাদের দোকানে আসবেন। ঐদিন ছোট্ট করে গণেশ পুজো আছে, সেই সঙ্গে নতুনখাতা পুজো। আসবেন কিন্তু। 


– আসবো বাবা, আসবো। তোমাদের সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক! 


– শুধু তাই নয় মেসোমশাই, আপনি আমাদের অত্যন্ত ভালো একজন কাস্টমার। আপনাদেরকে সঙ্গে না নিয়ে কি নতুন খাতা পুজো করতে পারি! ওই দিন কিন্তু অবশ্যই আসা চাই! এই নিন কার্ড। 


– কার্ড দাও বা না দাও, মুখে বলেছো এই অনেক। ঠিক আছে বাবা, নিশ্চয়ই আসব। এবছর কি বার পড়েছে নববর্ষ?


– রবিবার।


কমল দত্তের স্টেশনারি দোকান থেকে এগিয়ে জুড়োন সাহার মুদিখানা দোকানের সামনে রিক্সাটাকে দাঁড়াতে বলেন সুনীলবাবু। সুনীলবাবুকে দেখে দোকানের ছেলেটি এগিয়ে আসে – আসুন কাকু, ভালোই হয়েছে। নইলে আপনার বাড়িতে যেতাম। হালখাতা তো এসেই গেল। যদিও ব্যবসা-পত্রের অবস্থা বিশেষ ভালো নয়, কিন্তু হালখাতা তো করতেই হয়। আর ছোট্ট করে গণেশ পুজোও করছি ওইদিন। আপনাকে আসতেই হবে। এই নিন কাকু কার্ড। 


– আচ্ছা বাবা, আসবো। কার্ড নিয়ে সুনীলবাবু রিকশায় ওঠেন। তারপর বাড়ি ফেরার পথে সনাতনের সবজি দোকানের সামনে দাঁড়ান। কয়েকটি সবজি দিতে সনাতনকে নির্দেশ দেন। সনাতন সবজিগুলো ওজন করে সেগুলো ব্যাগে ভরে রিকশাতে তুলে দেয়। সঙ্গে দেয় একটি হালখাতার কার্ড – স্যার, আপনাকে কিন্তু হালখাতার দিন আসতেই হবে। জানেনই তো ছোট ব্যবসায়ী, ছোট্ট পুজা। তা হোক, তবু আসবেন, ভালো লাগবে। আপনারাই তো আমার লক্ষ্মী, স্যার। 


বাড়ি ফিরতেই আদরের নাতি ঝাঁপিয়ে পড়ে দাদুর উপর – দাদু এগুলো কি? 


– এগুলো হালখাতার কার্ড দাদু। 


– হালখাতা? সে আবার কি! 


– আসলে হালখাতা হলো নববর্ষের দিন দোকানের নতুন খাতা পুজো। 


– খাতা পুজো? কেন, খাতা পুজো করে কেন?


– প্রত্যেক দোকানে কিছু খরিদ্দার থাকে যারা সারা বছর জিনিসপত্র কেনে। শুধু নগদেই নয়, বাকিতেও লেনদেন করে। তাদের সেই বাকির লেনদেন সহ বেচাকেনার সব লেনদেন ওই খাতাতে লেখা থাকে। সেই খাতাটাই পুজো করার নাম হচ্ছে হালখাতা অর্থাৎ হালের নতুনখাতা।


– হালখাতা! এতে কি হয় দাদু!


– কিছুই না! ওইদিন দোকানে গেলে কিছু টাকা জমা দিতে হয় এবং সেই টাকা জমা নিয়ে ওরা নতুন খাতায় ক্রেতার নাম লেখে আর টাকাটা জমা করে। বিনিময়ে ক্রেতাকে মিষ্টিমুখ করায়।


– দাদু তুমি যাবে? 


– হ্যাঁ যাবো, দাদু। 


– তাহলে আমিও যাব তোমার সঙ্গে। 


– আচ্ছা তাই হোক। সুনীলবাবু ঘরের ভেতরে আসেন। তারপর হাত মুখ ধুয়ে চা আর খবরের কাগজ নিয়ে বসেন। এমন সময় নাতি এসে আবার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে – দাদু, আমি হালখাতার গল্প শুনবো! 


– বেশ, তাহলে শোনো। আমরা ছোটবেলায় দেখেছি বড় বড় দোকানদাররা, সে মুদিখানা হোক বা মনোহারী হোক বা কাপড়ের দোকানদার বা চালের আড়ৎদার-ই হোক তারা তাদের সারা বছরের কাস্টমারকে একটি দিনে মিষ্টিমুখ করাতো। আর সেটা হলো এই পয়লা বৈশাখের দিন। সেদিন দোকানদার এবং তার সব কর্মচারীরা নতুন জামা কাপড় পরে গণেশ পুজো করতো, সেই সঙ্গে দোকান সাজানো হতো এবং দোকানের নতুন খাতা পুজো হতো। এই উপলক্ষে দোকানের সংলগ্ন জায়গায় কাপড় দিয়ে ঘিরে প্যান্ডেল মতো করা হতো। হালখাতার জন্য খরিদ্দারেরা গেলেই যত্ন করে বসাতো। তারপর সেখানে বসে দেদার খাওয়া-দাওয়া। 


–তোমরা খেয়েছো দাদু?


– হ্যাঁ, দাদু। আমি আমার দাদুর সঙ্গে যেতাম। সেখানে বসে প্রথমেই দিত রঙিন শরবত।


– শরবত! বলো কি দাদু! তুমি খেতে? 


– খেতাম মানে! খুব খেতাম। সে স্বাদ এখনও মুখে লেগে আছে। সরবত শেষ হলেই দিতো মন্ডামিঠাই! জিলিপি! রসগোল্লা! কতো রকম খাবার খাওয়ার ব্যবস্থা! যতো খুশি খাও ক্ষতি নেই। আর ফেরার পথে একটা ঠোঙার মধ্যে একগাদা মিঠাই বেঁধে দিয়ে দিতো বাড়ির জন্যে। সঙ্গে একটা করে ক্যালেণ্ডার। সে ভারী একটা আনন্দের দিন। তারপর পাড়ায় ফিরতেই দেখতাম সেখানে জলসা হচ্ছে। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি সে তো হতোই, সেইসঙ্গে আধুনিক গান! সব মিলিয়ে সে এক এলাহি ব্যাপার! কিন্তু এখনকার নববর্ষ যেন কেমন হয়ে গিয়েছে! 


– কেন দাদু?


– হ্যাঁ দাদু হয়েছে, কারণ এখন হালখাতা করতে গেলে দোকানে একগ্লাস কোল্ডড্রিংস্ দেয়। তারপর টাকা দিলে সেটা জমা করে নিয়ে তার বিনিময়ে একটা মিষ্টির প্যাকেট দিয়েই দায়সারা ভাবে কাজ সারে। এটা নিতান্ত একটা নিয়মে পরিণত হয়েছে মাত্র, এর মধ্যে আন্তরিকতা বিশেষ নেই। 


– তাই বুঝি দাদু! তাহলে কি তুমি আমাকে নিয়ে যাবে না?


– কেন নিয়ে যাব না দাদু, নিশ্চয়ই নিয়ে যাব। তৈরি হয়ে থেকো হালখাতার দিন, আমি তোমাকে নিয়ে রিকশা করে হালখাতা করে আসবো, কেমন তো?


– আমাকেও রঙিন শরবত দেবে? 


– না দাদু, এখন সে সরবত আর দেবে না, তার বদলে তোমাদের ওই কোল্ডড্রিংস্ দেবে।


– তবু আমি যাবো তোমার সঙ্গে। 


– ঠিক আছে, তাই হবে। এখন এসো, তোমার অংক বইটা নিয়ে এসো। নইলে তোমার মা কিন্তু বকবে। বলবে তুমি ঠিকমতো পড়াশোনা করছো না, শুধু বুড়োটার সঙ্গে বকবক করছ। হা হা হা।


=============================


স্বরচিত মৌলিক হালখাতা বিষয়ক গদ্য।

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103






মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩