ছড়া ।। নববর্ষের আনন্দ ।। সুব্রত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

ছড়া ।। নববর্ষের আনন্দ ।। সুব্রত চৌধুরী


নববর্ষের আনন্দ

সুব্রত চৌধুরী


কী আনন্দ ! কী আনন্দ !
দিকে দিকে খুশি আজ ,
রোদের সিকি ঝিকিমিকি
আল্পনার ওই কারুকাজ।

কী আনন্দ ! কী আনন্দ !
খোকার গায়ে রংগীন সাজ,
আলতা পরা নুপুর পায়ে
খুকুর মাথায় রূপার তাজ।

কী আনন্দ ! কী আনন্দ !
খুকুর চুলে বাবরি কাট,
ঠাকুর বাড়ির মেলায় যেন
খোকা খুকুর চাঁদের হাট।

কী আনন্দ ! কী আনন্দ !
বাবার হাতে রেখে হাত,
ঠাকুর বাড়ির মেলায় খুকুর
লটারিতে বাজিমাত।

কী আনন্দ ! কী আনন্দ !
পুতুল নাচে মাতে সই ,
খাবার পাতে কোরমা, পোলাও
মন্ডা মিঠাই মিষ্টি দই।


No comments:

Post a Comment