কবিতা ।।বর্ষবরণ।। তরনী দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।।বর্ষবরণ।। তরনী দাস


বর্ষবরণ

তরনী দাস


চৈত্রের শেষে ঈদের আযান
খুশির হাওয়া বইছে। 
মাসের শেষেই নতুন বছর, 
বৈশাখ তাই আসছে। 
বাঙালিরা জানে পয়লা বৈশাখ 
নতুন বছরের মানে। 
সকাল বেলা শুরু হয় -
পুণ্য গঙ্গাস্নানে। 
গঙ্গা জলে ডুব দিয়ে -
শুদ্ধ করে শরীর ও মন, 
গণেশ পূজা করে ফেলেন 
দোকানদার ও বিজ্ঞজন। 
মিষ্টি মিঠাই প্যাকেট করে, 
হালখাতা হয় দোকানে। 
অনেক লোকের সমাগম 
হতেই থাকে সেখানে। 
নতুন নতুন ক্যালেন্ডারে
ভরে ওঠে মন। 
সবাই থাকুক ভালোভাবে, 
সুখী হোক প্রিয় জন। 
বৈশাখেতে কালবৈশাখী 
জোড়ে আছে ধেয়ে।
শুকনো পাতা ধুলো বালি, 
সবই নিয়ে যায় বয়ে।
তারপর আকাশ জুড়ে কালো মেঘে -
নামে ভীষণ বৃষ্টি। 
তপ্ত ধরা শীতল হয়ে, বাতাস বইলে -
লাগে ভারী মিষ্টি। 
বৈশাখ মানেই আম কাঁঠালের -
গন্ধে ভুবন ভরবে। 
দমকা হাওয়ায় গাছের থেকে-
পাকা আম ঝরবে। 
বৈশাখ হল নতুন করে 
নতুন ভাবে পথ চলা। 
বৈশাখেতে বাংলা শুরু 
নতুন বছর বলা। 

==================


তরনী  দাস,
গ্রাম-জিরাট স্মৃতি মন্দির(গোঁসাই পাড়া)
পোস্ট -জিরাট, 
জেলা- হুগলি 
থানা-বলাগড়
পিন-৭১২৫০১.


No comments:

Post a Comment