কবিতা ।। অন্য পৃথিবী ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। অন্য পৃথিবী ।। তীর্থঙ্কর সুমিত


অন্য পৃথিবী

তীর্থঙ্কর সুমিত



আকাশ রঙে যে মেঘের ছবি দেখেছি
আজ তা অতীত
সময়ের ক্যানভাসে এখন সব রঙই কালো
নীল, সবুজ অথবা লালের পরিবর্তন
ঘটবে এটাই ধ্রুব সত্য
যেমনভাবে তোমার হাত এখন বদলে
মায়া জড়ানো চাদর হয়েছে...
আর নিঃশ্বাসের সরলতা

ক্রমশঃ বদলাতে বদলাতে মিশে গেছে অন্য পৃথিবীর বুকে।।


===========================================

তীর্থঙ্কর সুমিত 
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

 

No comments:

Post a Comment