দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত


সকাল দেখা

তীর্থঙ্কর সুমিতের 




কিছু স্বপ্নচূড়ার স্বপ্ন ভাঙতে ভাঙতে
কখন যেন মিশে গেল তোমার অন্তরালে
মুখ ঘোরালেই বিবর্তিত সমাজ
উঠে আসে তোমার চৌহদ্দির মধ্যে
অবাক জলপান মুহুর্ত সময়ের সঙ্গে
নাম বদলে স্বজন হয়েছে
আর তুমি ক্রমশঃ

লোহিত সাগর একদিন মিশে যাবে...

একটা সকাল দেখতে চাই।

==========================

বাড়ির উঠোনে



অজস্র ঘেরাটোপে মিশে আছে
শব্দের মুনিসিয়ানা
কথকের সময়ে বিচ্ছেদের সংলাপে
সেজে উঠেছে ভোরের সকাল
না কথার যত উদ্বেগ
কথাচরিত জীবন বদলে যেতে যেতে

অশত্থ হয়ে দাঁড়িয়ে আছে
আমার বাড়ির উঠোনে।



তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

  

No comments:

Post a Comment