কবিতা ।। নববর্ষ ।। মুখোশ (অরিন্দম মাইতি) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। নববর্ষ ।। মুখোশ (অরিন্দম মাইতি)


নববর্ষ

মুখোশ (অরিন্দম মাইতি)


পুরানো বছরকে অতিক্রম করে
নতুনের আগমন,
এটাই তো পৃথিবীর-
 সব থেকে সত্য, চিরন্তন।
নববর্ষ আসে প্রতিবছর নব রঙে,নব ঢঙে
অতীতের স্মৃতি আঁকড়ে,
বিসর্জনের বাদ‍্যি বাজিয়ে 
নতুন কে সাজিয়ে।
বাংলায় পহেলা বৈশাখ,
ইংরেজিতে ফাস্ট জানুয়ারি
বছর বছর আসে ঘুরে,
শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার-ই।
নতুন পোশাক নব সাজ
এভাবে চলে বাংলার জগত,
ক্রেতার ঋণ হয় পরিশোধ
যাকে কয় শুভ মহরত।
জীর্ণ, শীর্ণ পৃথিবী
দীর্ঘ পথ দেয় পাড়ি,
নববর্ষকে অভ্যর্থনা  দিয়ে
পুরানো বছরকে দেয় আড়ি।
নববর্ষের আগমনে
শপথ করি সর্বজনে,
ধরাকে করব দূষণ মুক্ত
উপহার দেব ভবিষ্যতের পরিজনকে।


অরিন্দম মাইতি
পদুমবসান,তমলুক,পূর্ব মেদিনীপুর,721636

No comments:

Post a Comment