ছড়া ।। অনেক কিছু ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

ছড়া ।। অনেক কিছু ।। বদরুল বোরহান


অনেক কিছু 

বদরুল বোরহান 


নিজকে ভাবি "অনেক কিছু "
আসলে তো কিচ্ছু না,
মরার পরে এ আমাকে
খাবে সাপে,বিচ্ছু না?

তখন আমার "অনেক কিছু"
লাগবে কোনও কর্মে না,
থাকতে হবে মাটির নিচে 
পুরোটা "অফ্ ফর্মে" না?

এ কথাটা আগাম ভেবে
সতর্ক ক্যান হচ্ছি না?
"অনেক কিছু" নই তো আমি 
এ কথা ক্যান কচ্ছি না?
         
=======================

ঠিকানা--
জাপান গার্ডেন সিটি 
আদাবর,  মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ 

No comments:

Post a Comment