অমিত কুমার রায়
নববর্ষের সকালে একমনে ছবি আঁকছিল শীর্ষা। ওর মা অনিন্দিতা বলছে শীর্ষাকে হরিরতলায়, ঘরের প্রবেশ পথে চালের পিটুলি করে আলপনা দিতে। সেসব শীর্ষা এখনো করেনি বলে অনিন্দিতা ঘরে ঢুকে দেখে সুন্দর একটি ছবি এঁকেছে মেয়ে! কৌতূহল এবং আবেগ তাড়িত হয়ে অনিন্দিতা জিজ্ঞেস করলো --- কী ফুলের গাছ রে শীর্ষা!
শীর্ষা ছবিতে শেষ তুলির টান দিতে দিতে বলল --- ভ্যান ঘগের বিখ্যাত ছবি ' Almond Blossoms'! মা অনিন্দিতা বিস্ময় দৃষ্টিতে বলল বাঃ! শীর্ষা নিজের আঁকা ছবির দিকে চোখ রেখে বললে, এই শাখা প্রশাখা যেন জাগরণ আর স্টার ফুলগুলো যেন সতেজ চেতনা ! এই আমার প্রতি দিনের নববর্ষ ! অনিন্দিতা মেয়েকে জড়িয়ে ধরে বলেছিল --- খুব খুব সুন্দর ! শীর্ষা হেসে জিজ্ঞেস করেছিল কে ছবি না আমি ! অনিন্দিতা বুকে চেপে মুখে চুমু দিয়ে শীর্ষাকে বলেছিল -- দুইই।
==========
অমিত কুমার রায়
ঝিখিরা হাওড়া ৭১১৪০১
No comments:
Post a Comment