কবিতা ।। আজকের কচ ও দেবযানী ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। আজকের কচ ও দেবযানী ।। আশিস ভট্টাচার্য্য


আজকের কচ ও দেবযানী

আশিস ভট্টাচার্য্য 


 অনন্ত প্রতীক্ষার পর দেখা হয়েছিল মুখোমুখি কচ ও দেবযানী।
 দুজনের বুকে জমা শত অভিযোগ দুজনের জিভে ভাসে অভিমান দল ,
কে কাকে কি বলবে পারেনা বুঝিতে তাই মৌন দুইজনে।

চায়ের কাপে চুমুক দিতে দিতে দেবযানী বিরক্ত আজও তুমি দেখছি হাঁদা গঙ্গারাম।

কচ বলে সুন্দরী তুমি আছো আমার মগজে, হৃদয়ে, শিরায় শিরায় দেবযানী হাসি মুখে কয় আজও তুমি সিঙ্গেল এই দুনিয়ায়?

আমি তো প্রেমের দেবী কামনার প্রতি মূর্তি সম ।
কচ বলে তবু তুমি চির পিপাসিতা নারী মাত্র সুন্দরী অথচ ব্যর্থ ঘরণী, তোমার অভিশাপ সে তো সর্প দংশনের জ্বালা, তাই আমি দূর থেকে একান্ত তোমার দেবযানী।

==========================================

আশিস ভট্টাচার্য্য
রামকানাই গোস্বামী রোড শান্তিপুর, নদীয়া-৭৪১৪০৪



No comments:

Post a Comment